![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশটা ভেঙ্গে পড়েছে, তুমি নিঃশ্বাস ধরে রাখো,
সবাই চলে গেছে, তুমি বিশ্বাস করো- আমি আসবো,
ইস্কাপনের টিক্কাটা জুয়াড়ির হাত থেকে বদল হয়ে গেলো-
তুমি বিশ্বাস করো আমি আসবো, সোনা চোখ,
পাতি হাসের ডানায় ভর করে হলেও আমি আসবো।
হুভারের উপর থেকে ঝাঁপিয়ে পড়বো, আত্নহত্যা না-
আমি আসবো। মিসাইলের ডগায়, ফর্মুলা ওয়ানের চাকায় ভর করে-
কালো চিতার ক্ষিপ্রতায়, কৃষ্ণাঙ্গ তরুনীর চুলের গোছায়-
সেনা প্রশিক্ষনের চাঁদমারির উচ্চতা নিয়ে আসবো, বক্রতা।
হত্যা করার সব লাইসেন্স নিয়ে, বুশ, ব্লেয়ার, পুতিন, কিমের-
বুকের উপর দাঁড়িয়ে বলব, “যুদ্ধ বন্ধ কর্”।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৬
গিলগামেশের দরবার বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৮
ছায়াহরিণ বলেছেন: সুন্দর কবিতা ভালো লাগল। +++
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৭
গিলগামেশের দরবার বলেছেন: ধন্যবাদ.।.।.।.।।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩১
বিলিয়ার রহমান বলেছেন: হত্যা করার সব লাইসেন্স নিয়ে, বুশ, ব্লেয়ার, পুতিন, কিমের-
বুকের উপর দাঁড়িয়ে বলব, “যুদ্ধ বন্ধ কর্”।
দারুন বলেছেন।