নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিপ্লবী ধারায় লিখতে পছন্দ করি।

গিলগামেশের দরবার

সামুদ্রিক বাস্তুতন্ত্র গবেষক (দক্ষিণ চীন সাগর)

গিলগামেশের দরবার › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহের আরেক রুপ "স্বাধীনতা দে"

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৩


ওরে ডান বামের ধার ধারি না, পন্থা টন্থা বুঝিনা
ইজম ফিজম বেরিয়ে গেছে, পা চাটতে পারি না
গনতন্ত্র সমাজতন্ত্র ওসব আমায় শিখাস না
কুকুর বিড়াল খেলা করে, ভাবিস ওসব বুঝি না?

লেলিন টেলিন মরেই গেছে, ওসব এখন টানিস না-
মাক্সটাতো না খেয়ে মরল, ভাবিস আমি জানি না?
চে' টে তো গুলি খেলো, কবর তার দিলো না
মাও টা তো সন্ত্রাসীমত, কেউই এখন বলে না।

ওয়াশিংটন তো মরেই ভূত, হিরোহিতোর চামড়া-
কেটে নিয়ে ডুগডুগি আর ফুটবল খেলবো আমরা
স্ট্যালিনের চুরুট পাইপ, মুসোলিনিকে কামড়া
হিটলারের বিচির ডগায় কামানটা এবার সামলা।

তোরা শুধু একবার বল স্বাধীনতা, কি দিবি না?
মেরেই তোদের ভূত ভাগাবো, পিটাবো সব আমলা
পিটাতে আমি ভালোই পারি জানিস তোরা হায়েনা?
রক্ত তোদের ঠান্ডা ওসব, তোদের দিয়ে হবে না।

আবারও বলি স্বাধীনতা কি দিবি না?
না পেলে করব আমি কান্না, তা আবার ভুলেও তোরা ভাবিস না।

আসামটা তো লুটে খেলি সাধ তোদের মেটে না?
কাশ্মীরের ছররা গুলি এখন তো আর ফোটে না
মুখে বলিস মিষ্টি কথা স্বাধীনতা দিলি না
কষ্টে দুঃখে বনে গেলো সে আমার মিন্দানা।

ফার্কটাকে তো টোপ খাওয়ালি, তুই জারজ কলাম্বিয়া,
সাম্রাজ্যবাদীদের সমকামী, তোরা বড়ই লুটেরা।

ওরে দিয়ে দে তোরা, দিয়ে দে আমায় সেই স্বাধীনতা,
নইলে আমার স্টেনের নল কিন্তু থামবে না।

উৎসর্গঃ সকল স্বাধীনতাকামীদের কে

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০০

চাঁদগাজী বলেছেন:


সবজান্তা মোখলেস

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৪

গিলগামেশের দরবার বলেছেন: এইডা একটা কথা কইলেন ভাই? কবিতা লিখে মখলেস বানায়া দিলেন? তারপরেও ধন্যবাদ পড়ার জন্য।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫১

মাকার মাহিতা বলেছেন: চমৎকৃত প্রদ...! দে স্বাধীনতা দে...!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৪

গিলগামেশের দরবার বলেছেন: ধন্যবাদ!

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মোটামুটি লাগল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৩

গিলগামেশের দরবার বলেছেন: আমার ও। ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.