নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিপ্লবী ধারায় লিখতে পছন্দ করি।

গিলগামেশের দরবার

সামুদ্রিক বাস্তুতন্ত্র গবেষক (দক্ষিণ চীন সাগর)

গিলগামেশের দরবার › বিস্তারিত পোস্টঃ

৯/১১ এর ঘটনা নিয়ে আমার কবিতা "আমি ম্যানহাটন বলছি"

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০২


পৃথিবী ভেঙ্গে পড়ছে, সাথে পোড়া মাটির দগ্ধ ছাই-
উড়োজাহাজের ডানায় ভর করে আসা দুর্বৃত্ত, আগুন দেখেছে,
প্রান গুলো খসে খসে পড়ে, নিঃস্বংগ শঙ্খ চিল, ডেকে হয়রান,
ম্যানহাটনের বুকে শুধু সাইরেন আর উদ্ধারের ভালোবাসা,
বুক ফাঁটা কান্না, ছেলে হারা পিতার কান্না, মায়ের।

আমি ছুঁয়ে দেখি ওই সব কান্নার জল,
বুকের স্পন্দন অনুভব করি, সাথে ঘৃণা, নারকীয় সব ধ্বংস-
গলে গলে পড়ে যায় সভ্যতার ইট, কাঠ, পাথর,
নগ্ন সভ্যতা বেরিয়ে পড়েছিল সেদিন-দাঁত কেলিয়ে হায়েনার দল,
বস্ত্রহীন উল্লাস নৃত্যে ঝুঁকে পড়ে, গিটারের সুর কেটে যায়।

পোকাদের সাথে আগুনের মিত্রতা হয়নি, পুড়ে মরেছে-
বিমানের মগজে বসানো ব্লাকবক্সের খবর কেউ নেয় নি,
চাকা পুড়ে তোমাদের রাস্তার পিচ, কনক্রিট গলে নতুন ঘর।
রোদ পড়ে মৃতের ডান হাত আর চিবুকে, ভালোবাসার রোদ-
ফিকে হয়ে যায় সব চেষ্টা আর তোমাদের দেহ ভষ্ম।

তোমাদের এই নগরীর খেয়াল আর ঘৃণার আড়ালে কেঁদেছিলো-
অবাক হওয়া কোন কেরানীর মা। পুড়ে গেছিল বা আছড়ে-
লাশ খুঁজে পাওয়া যায়নি। কোন বেওয়ারিশের ছিন্ন হাত কফিনে
আটকে শেষকৃত্যে ভেসেছিলো জনতার ভিড়, সুরকির লাল
সেই কাটা হাতেই শেষ কৃত্য হয়েছিলো হয়তো কোন নিরাপত্তা রক্ষীর।

চোখের সামনে পড়ে গেলো আমার উন্মাদ অর্থনীতি-
লাগাম ছেড়ে দিয়েছিলো কোন বুনো মোষ।
আমি ক্ষতির কথা বলছি না, আমি মৃতের কথা বলছি না-
লাশ, গাড়ি, কনক্রিট, বাকা স্টিল, ওই কালো ধোঁয়া আমাকে কাঁদায় না।

আমি কেঁদেছি সভ্যতার পতন দেখে, আমার কুমারি সভ্যতা-
আমি সেই গ্রাউন্ড জিরো, আমি ম্যানহাটন বলছি।

উৎসর্গঃ গ্রাউন্ড জিরোতে নিহত সকল মানুষকে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.