নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিপ্লবী ধারায় লিখতে পছন্দ করি।

গিলগামেশের দরবার

সামুদ্রিক বাস্তুতন্ত্র গবেষক (দক্ষিণ চীন সাগর)

গিলগামেশের দরবার › বিস্তারিত পোস্টঃ

একটা ছবি, ঈশ্বর ও ৯/১১

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪


এই ছবিটা অনেক কিছুই বোঝাচ্ছে। আস্তিকদের জন্য একটা ক্লিয়ার মেসেজ। ঈশ্বর কিছুই করতে পারে না যখন নিয়তিতে লেখা থাকে। ম্যানহটনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙ্গে পড়ছে লক্ষ লক্ষ টন কনক্রিট সমেত। একটা ক্রুস আঁকানো রয়েছে গির্জার ছাদের উপর। ঈশ্বর দেখছে, মানুষ মারা যাচ্ছে। ঈশ্বরের কিছুই করার নাই। এটাই ঈশ্বরের খেলা। ঈশ্বর যাকে খুশি অন্যের উপর কর্তৃত্ব দেন, আবার এক কে অন্য দ্বারা পরীক্ষা ও মৃত্যু দেন। সবই ঈশ্বরের মহাজাগতিক খেলা।

আজ গ্রাউন্ড জিরোর ঘটনার ১৫ বছর পূর্ন হলো। ১৫ বছর আগে এই ঘটনায় নিহত হয় প্রায় ৩৫০০ সাধারন মানুষ। যারা হয়ত জানতও না তারা কেন মারা গেলো। এই ঘটনাটা বিশ্বের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থা আমূল পরিবর্তন করে দেয়। শুরু হয় আন্তজার্তিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্বক যুদ্ধ। ধ্বংস হয়ে যায় আফগানিস্থান ও ইরাক নামের দুটো দেশ। সেখানেও অনেক মানুষ মারা যায়। মূল কথা হলো এই দিন থেকেই পৃথিবীর সকল হালচালের পরিবর্তন শুরু হয়।

৯/১১ পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনের পরিবর্তন এনে দিয়েছিল। কেউ জীবন হারিয়েছে, কারোর কোটি ডলারের সম্পদ নষ্ট হয়েছে, পরিবার ধ্বংস হয়ে গেছে, উদ্বাস্তু হয়েছে কোটির উপরে মানুষ, পৃথিবীর প্রায় সকল দেশের সরকারের ভিতরে অস্থিরতা বেড়েছে, বেড়েছে বৈশ্বিক সন্ত্রাসবাদের প্রকোপ। সর্বপরি পৃথিবীতে বিশাল এক পরিবর্তন এসেছে।

আজকের দিনে নিহত ও আহত সকল প্রানের জন্য প্রার্থনা করছি। এই রকম ঘটনার পুনরাবৃত্তি পৃথিবী আর দেখতে চায় না।

সন্ত্রাসবাদ নিপাত যাক, মানবতা মুকি পাক।

ছবি তুলেছেনঃ James Nachtwey

কার্টেসিঃ টাইম

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: সন্ত্রাসবাদ নিপাত যাক, মানবতা মুকি পাক।



এই কথাটি ভাল লেগেছে।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩০

গিলগামেশের দরবার বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.