![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ফটোগ্রাফি গুলো একবার হলেও আপনাকে ভাবাবে। মনে করিয়ে দেবে আমরা এই গ্রহে কত ক্ষুদ্র। আমাদের অস্তিত্ব কত ছোট।
আরো ভাবাবে আমরা বাঁচি কিসের জন্য? ঈশ্বর কোথায় থাকে? স্বপ্ন কেন ভেঙ্গে যায়? মানুষ কি? যুদ্ধ কেন? আসলেই ছবিগুলা খুবই হৃদয়স্পর্শী।
সময় থাকলে ছবি গুলা একবার দেখবেন। আশা করি চিন্তার খোরাক পাবেন।
ছবিগুলার বর্ননা ক্যাপশনে দেয়া আছে।
মিশনারি ও ক্ষুধার্ত হাত।
কার্টেসিঃ Mike Wells
গ্যাস চেম্বারের দেয়াল। (আশউটজ )
কার্টেসিঃ kligon5
২৩ ঘন্টাব্যাপী একটা সফল অপারেশনের পর হার্ট সার্জন। সহকারী দেয়ালে ঠেস দিয়ে ঘুমিয়ে গেছে।
কার্টেসিঃ James Stanfield
পিতা ও পুত্র। ১৯৪৯ ভার্সেস ২০০৯।
কার্টসিঃ Vojage-Vojage
গুরুকে শেষ শ্রদ্ধা।
কার্টেসিঃ salvemasnossascriancas
খ্রিষ্টান মানব দেয়াল, মুসলিমদের নামাজ পাহারারত অবস্থায়। কায়রো, ইজিপ্ট।
কার্টেসিঃ Nevine Zaki
পিপাসার্ত কোয়ালা। ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া।
কার্টেসিঃ abc.net.au
ঘরহারার ঈদ। দিল্লী, ইন্ডিয়া।
কার্টেসিঃ Tsering Topgyal / AP
মায়ের বাড়ি আসা।
(মার্কিন মেরিন সেনা Terri Gurrola ইরাক যুদ্ধ থেকে ফিরে এসে এয়ারপোর্টে এভাবেই মেয়েকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন)
কার্টেসিঃ Louie Favorite
"দ্যা ফলিং ম্যান" বা "পড়ন্ত মানুষ"।
টুইন টাউয়ার ব্লাস্টের পর ১০০ তলা থেকে ঝাপানো মানুষ।
কার্টেসিঃ Richard Drew /AP
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬
বিলিয়ার রহমান বলেছেন:
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬
রক্তিম দিগন্ত বলেছেন: ছবিগুলোর তাৎপর্যই আলাদা।
পিতা-পূত্রের ছবিটা ৬০ বছরেও একই রকম রইলো।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫
গিলগামেশের দরবার বলেছেন: চেইঞ্জ হইছে তো। ৬০ বছর আগে বাবা ছেলের হাত ধরেছিল। ৬০ বছর পরে ছেলে বাবার হাত ধরেছে।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮
জনৈক অচম ভুত বলেছেন: প্রথমটা হৃদয়বিদারক। শেষেরটা ভয়াবহ ও মর্মান্তিক।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৩
অভ্রংনীহ বলেছেন: ভুত ভাইয়ের সাথে এক মত পোষন করছি
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: অবাক চোখ। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭
সুমন কর বলেছেন: আগেই দেখেছিলাম।