নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বং অনিত্যম

আমার কবিতারা ঘাস খায় বিষণ্ণ নদীর তীরে

ব্ল্যাক_ডাইমণ্ড

শেষ বলে কিছু নেই এখানেশুন্যের মাঝে চেতনারা সব জেগে থাকেঘুরে ফিরে সেইসব সুখ দুঃখফিরে ফিরে আসে চক্র পুর্ণ করhttps://www.facebook.com/herahemel

ব্ল্যাক_ডাইমণ্ড › বিস্তারিত পোস্টঃ

একাত্তরে বিহারী গণহত্যা ও ছাগলের কুকুরে রূপান্তরের গল্প

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

একাত্তরের মানবতা বিরোধী অপরাধের প্রসঙ্গ উঠলেই আমার এক বন্ধু কেমন যেন অপ্রতিভ হয়ে পড়ে। চেপে ধরলে বলে যে একাত্তরে বিহারী গণহত্যার মত ঘটনাও মুক্তিযোদ্ধাদের দ্বারা সংঘটিত হয়েছে, তাই বিচার করলে সব মানবতাবিরোধী অপরাধীর বিচার করতে হবে। যুক্তিটি ফেলনা নয়। উদাহরণ হিসেবে সে বলেছে যে, একাত্তরে সান্তাহার রেল স্টেশন সংলগ্ন বিহারী কলোনীতে মুক্তিযোদ্ধারা হামলা চালিয়ে বিহারী নারী শিশুসহ পুরুষদের জবাই করে হত্যা করেছিল।
সান্তাহারের বিহারীদের নিয়ে আমি এমন কিছু শুনিনি, কিন্তু এর উল্টো ঘটনার সাক্ষী আমার দাদু। সান্তাহার রেল স্টেশনে একাত্তরের এক দুপুরে ট্রেন থেকে যাত্রী নামিয়ে খুজে খুজে হিন্দুদের জবাই করছিল বিহারীরা। ঐ ট্রেনে ছিলেন দাদু ও তার এক হিন্দু বন্ধু। অবস্থা বেগতিক দেখে দাদু তাৎক্ষণিকভাবে তার বন্ধুকে কলেমা মুখস্থ করায়, যার ফলে দাদুর বন্ধু বিকাশ চন্দ্র মণ্ডল বেঁচে যান। কিন্তু আমার বন্ধুর বর্ণিত ঘটনা শুনিনি। বন্ধুটির বাড়ী সান্তাহারের কাছে হওয়ায় তার সাথে বিতর্কে যেতে পারিনা। এমন ঘটনা ঘটতে পারে বটে।

সম্প্রতি লন্ডনে বিএনপির কিছু নেতা কর্মী বিহারী হত্যাকাণ্ডের বিচারের দাবীতে সোচ্চার হয়েছিল। এরকম অনেক দাবী আজকাল বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের মধ্য থেকে উঠছে। পাকিস্তান বরাবরই এই দাবী জানিয়ে আসছে। একাত্তরের উপর করা পাকিস্তানের তদন্ত প্রতিবেদন হামদুর রহমান কমিশনের হিসেবে দুই থেকে পাঁচ লক্ষ বিহারী নিহতের কথা আছে।
মানবতাবাদী হিসেবে যেকোন মানবতাবিরোধী অপরাধের বিচার দাবী করা আমার ধর্ম। বছরখানিক আগে মিরপুরের বিহারী কলোনীতে আক্রমণ করে নারীশিশুসহ কয়েকজন বিহারীকে হত্যা করা হয়েছিল। তার প্রতিবাদ জানিয়েছিলাম তীব্রভাবেই।
প্রশ্ন যে একাত্তরে সত্যিই বিহারীদের উপর গণহত্যার মত কোন ঘটনা ঘটেছিল কিনা?
একাত্তরে বিহারীরা পাকিস্তানের সাথে বাঙ্গালী নিধনযজ্ঞের সহযোগী ছিল, ভয়াবহ সব মানবতাবিরোধী কাজে লিপ্ত ছিল। তাই মুক্তিযোদ্ধারা তাদের বিরুদ্ধেও অভিযান চালিয়েছে। সম্মুখযুদ্ধ বা গেড়িলা হামলায় যেমন রাজাকার, পাকিস্তানী সৈন্য নিহত হয়েছে, তেমনিভাবে নিহত হয়েছে বিহারীও।
যে বিচার বাংলাদেশে চলছে, তা কোন যুদ্ধাপরাধের বিচার নয়, যুদ্ধের মধ্য সবাই সমান। অসংখ্য মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। সেইসব হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, বিচার করা হচ্ছে নিরস্ত্র মানুষ যাদের বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এইসব মানবতাবিরোধী অপরাধের।
এইসব ঘটনাগুলো বিদেশী সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পারি। তবু সব খবর কোনদিন জানা সম্ভব হবে না, কারণ খবর সংগ্রহে পাক আর্মির বাঁধা। বিদেশী সাংবাদিকরা ক্যামেরার ফিল্ম জুতার তলায় রেখেও ছবি নিয়ে আসতে পারেনি অসংখ্য গণহত্যার, পাক আর্মিরা সেগুলো কেড়ে নিত। এমন অনেক ঘটনা সেইসময় বাংলাদেশের দায়িত্ব নিয়োজিত বিদেশী সাংবাদিকদের মুখে শোনা যায়।
তাই এটা স্পষ্ট যে বাঙ্গালী নিধনের অনেক তথ্যই আমরা জানি না। কিন্তু বিহারীদের সাথে মানবতাবিরোধী অপরাধের মত ঘটনা ঘটলে তা প্রকাশে কোন বাঁধা ছিল না। মুক্তিযোদ্ধারা কারো ফিল্ম ছিনিয়ে নেয়নি। এমন একটা ঘটনাও একাত্তরে বিদেশী কোন সংবাদ মাধ্যমে পাওয়া যাবে না, যেখানে বিহারীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের স্বপক্ষে যায়। দেশী কোন পত্রিকাতেও পাওয়া যাবে না।
যদি পাওয়া যেত তাহলে বিএনপি, জামাত এতদিনে পেপার কাটিং দেখিয়ে মিছিল মিটিং করত।
তাই সহজেই বুঝা যায় যে, একাত্তরে বিহারীদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ স্রেফ অপপ্রচার।
কিন্তু অবস্থা যেমন দাঁড়িয়েছে, মানুষের ভিতর সংশয় প্রবেশ করতে সময় লাগবে না। মিথ্যা বারবার বলে সেটাকে সত্যে পরিণত করা হচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন যখন একই কথা বলে, সেটা সত্য পরিনত হয়। মানুষের মন এভাবেই কাজ করে। মিথ্যা প্রতিষ্ঠিত করার এই নীতিকে বলা হয় গোয়েবলসীয় নীতি। হিটলারের মন্ত্রী গোয়েবলস্ এভাবেই মিথ্যা প্রচার করত।
একাত্তরে তিরিশ লক্ষ মানুষ গণহত্যার শিকার হয়নি-এই কথাও গোয়েবলসীয় নীতিতে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে পাকিস্তান, জামাত-বিএনপি।

সবশেষে একটা রম্যগল্প।
এক লোকের ছাগল একটু অসুস্থ হওয়াতে তাকে ঝুড়িতে ভরে মাথায় উঠিয়ে নিয়ে যাচ্ছিল। কয়েকজন ঠগবাজ তার ছাগল চুরি করার পরিকল্পনা করল। কিছুদূর যাওয়ার পর এক ঠকবাজ লোকটির উদ্দেশ্য বলল, গর্দভ মানুষেরাই শুধু কুকুরকে মাথায় নিয়ে হাঁটে।
লোকটি মনে মনে হাসে, গর্ধব নিজে এসে জানান দিচ্ছে যে সে একটা গর্ধব, নয়তো ছাগলকে কুকুর বলে কিভাবে।
আরও কিছুদূর যাওয়ার পর দ্বিতীয় ঠকবাজ লোকটির উদ্দেশ্য বলল, কি ভাই! আজকাল কি বাজারে কুকুর বিক্রি হচ্ছে।
লোকটি এবার রেগে গেল, আপনি বরং চোখের ডাক্তার দেখান।
এভাবে আরও একটু যাওয়ার পর তৃতীয় ঠকবাজের আবির্ভাব। ব্যঙ্গাত্মক সুরে লোকটিকে বলল, ভাই মাথা ঠিক আছে তো? নাহলে খামোখা কুকুরকে মাথায় নিয়ে ঘুরছেন কেন?
লোকটি রেগে গেলেও তার মনে সংশয় দেখা দিল এবার। সবাই বলছে কুকুর, কিন্তু সে ছাগল নিয়ে যাচ্ছে।
কিছুক্ষণ পর আরও একজন ঠকবাজ এসে লোকটিকে বলল, আপনার মাথার কুকুরটা কি সার্কাস পার্টির?
এইবার লোকটার মনে আর কোন সন্দেহ থাকল না, সে নিশ্চিতই একটা কুকুর মাথায় নিয়ে হাঁটছে। ঝুড়ি থেকে ছাগলকে নামিয়ে পাছায় কষে লাথি মেরে বলল, ভাগ শালা কুত্তা। এতক্ষণ ছাগল ভেবে তোকে মাথায় নিয়ে হাঁটছি।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: অবস্থা যেমন দাঁড়িয়েছে, মানুষের ভিতর সংশয় প্রবেশ করতে সময় লাগবে না। মিথ্যা বারবার বলে সেটাকে সত্যে পরিণত করা হচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: একটা সময় পাকিস্তান বলতে ছেলে মেয়েদের মনে ঘৃণার উদ্রেক করত, তারা আমাদের সাথে যা করেছে, তাতে ঘৃণাছাড়া আর কিছু আশা করতে পারে না। কিন্তু বর্তমান প্রজন্মের মনে পাকিস্তানের কোন নেতিবাচক ছাপ নেই। জামায়াত-বিএনপি শাসনামলে বই পুস্তকে পাকিস্তানের নাম খুব কম উচ্চারিত হয়েছে, মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের ভিক্তি এইটা গোপন রাখা হয়েছে। এজন্য এই প্রজন্মের কাছে একাত্তর গুরুত্ব পায়নি। এখন তারা ক্ষমতায় নেই, তাই এভাবে অপপ্রচার চালিয়ে তাদের উদ্দেশ্য বাস্তবায়িত করার অপচেষ্টায় লিপ্ত। তাই এসবকে গুরুত্ব না দিয়ে উপায় নেই। স্বাধীনতাবিরোধীদের এসব প্রপাগান্ডা এড়িয়ে যাওয়া মঙ্গলজনক নয়।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪

রুদ্র জাহেদ বলেছেন: এসব নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।মাঝে মাঝে ওদের আচরণ দেখলে মনে হয় মুক্তিযুদ্ধ ব্যাপারটাই উদ্ভট।নতুন প্রজন্মের কিছু অংশ না জেনে না বুঝে এরকমই ভেবে থাকে।আমাদের সত্যি আরো সোচ্চার হওয়া উচিত...

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কিংবা গুরুত্ব না দিয়ে বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। কারণ একাত্তর আমাদের জন্ম ইতিহাস। বাংলাদেশের রাজনৈতিক দর্শন এই ইতিহাস, চেতনার উপরের থাকতে হবে।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: বিহারীদের ওপর ম্যাসাকার চালানো হয়েছে; এমন কোন তথ্য কোথাও পাই নাই। আর কেউ এসব নিয়ে কিছু বললে আপনার পোস্টে উত্থাপিত যুক্তি উপস্থাপন করা যাবে।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই :) পাকিস্তান সরকার আর বাঙ্গালী বেঈমানদের শোনা কথা ছাড়া বিহারী গণহত্যার স্বপক্ষে আমিও কোন শক্ত রেফারেন্স পাইনি। বরং বিহারীদের বিপক্ষে ভয়ংকর সব অপরাধের প্রমান আছে, এটা বাঙ্গালী বেঈমানরাও অস্বীকার করতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.