নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

কি করিব ইউটিউব দিয়া ? এবং একটি "পু আন্দোলন"

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

ইউটিউব বন্ধ অনেক দিন ধরিয়া, খেয়াল হয়ত করিতামও না আজিকে হঠাৎ দীর্ঘদিন পড়ালেখা হইতে দূরে থাকিয়া মনে যে বিষ বাস্পের উদ্রেক হইয়াছে , এবং ইয়ার ফাইনালের রুটিন বাহির হইয়াছে শুনিয়া পড়িবার যে তাগিদ অনুভব করিলাম, অতঃপর গবেষণা করিয়া দেখিলাম রসায়নে পাশ করিলে হয়ত এইবার হারাধনের নাতির পক্ষে একবারেই দ্বিতীয় বর্ষে :( পদার্পণ সম্ভব হইবে,



নানাবিধ ভাবিয়া বন্ধুবরের মতামত লইয়া রসায়ন বই খানা খুলিয়া বসিলাম , ভগবান ! এই ইংরেজি আমার বুঝিবার জন্য নহে । মনে পড়িল বাঁশ+আ সৈনিক গোলাম আজমের নাম যিনি উর্দুর জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রাজপথে । যাহা হউক আমি বই খানা উলটাইয়া পালটাইয়া দেখিলাম , আরবীর মত ডান হইতেও পড়িবার চেষ্টা করিলাম কিন্তু এই দন্ত পীড়নদায়ক ইংরেজী যদি আমি পড়িতেই পারিতাম তাহা হইলে কি অদ্য পথে পথে ঘুরি !



শেষ মেশ " ক্যানিজারো বিক্রিয়া " বুঝিবার উদ্দেশ্যে গুগল মামার ঝুলি হইতে খুজিয়া পাইলাম একখানা ইউটিউব ভিডিও যাহা হইতে সহজেই হয়ত বুঝিতাম ব্যাপার খানা , ওমা ইউটিউব তো এ দেশে বন্ধ , শুনিলাম "ফাকিস্তানেও" নাকি উহা বন্ধ ?



অতি সত্তর ইউটিউব খুলিয়া দেয়া হউক আর না হইলে নিচের পদ্ধতি অনুসরণ করিতে পারেন



নিচের সাইটে গমন করুন



http://youtubeproxy.org/



যেই ব্লক সাইটে প্রবেশ করতে চান তাহার ঠিকানা লিখুন , Search করুন । লিঙ্কে প্রবেশ করুণ ইচ্ছামত ভিডিও দেখুন



ফেসবুকে বর্তমানে চলতে থাকা "পু" আন্দোলনের সাথে একমত হতে পারলাম না । ইউটিউব একটা সিরিয়াস ইস্যু , ফাইযলামি মস্করা করে কাজ হবে না , যারা একেবারেই পারছেন না তাদের জন্য উপরের উপায় ।



আর কতকাল আমরা পাকিস্তানের দেখানো পথে চলব , আমরা তো জানি এই মাটি মুক্ত চিন্তার মাটি , সৃজনশীলতার মাটি । সেই মুক্তচিন্তার দেশটির নাম যখন পাকিস্তানের সাথে উচ্চারিত হয় মাথাটা নিচু হয়ে আসে । তাড়াতাড়ি ইউটিউব খুলে দিন



ছুরি দিয়ে খুন করা অন্যায় , কিন্তু যদি ছুরিটাই কেড়ে নেন ফল কাটব কি দিয়ে



void(1);

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

অণুজীব বলেছেন: ইউটিউব তো খোলাই আছে B:-) B:-)

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

তারেকুর রহমান বলেছেন: টাকা লাগে দেখি? বিস্তারিত বলেন প্লিজ

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২

হিসলা সিবা বলেছেন: কই আমিতো মাগনাই দেখলাম !!! :(

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

তারেকুর রহমান বলেছেন: Your credit is over try again in 471 minutes or buy some credit.
To avoid the proxy server overloading the free service is limited to 8388608 bytes every 8 hours.

If you enjoyed & found our service useful
Support us!
Only for 1.50 Euro you can continue surfing!

এই লেখা গুলু আসে।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩

কৃষ্ণবিবর বলেছেন: একটা সহজ উপায় আছে ইউটিউব দেখার, কিন্তু পাবলিকলি কমু না B-))
ব্লগে PM অপশন থাকা দরকার ছিল।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

হিসলা সিবা বলেছেন: কন ভাই কইয়া দেন

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

কৃষ্ণবিবর বলেছেন: কমুনে... ওয়েইট ;)

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

ফরিদ হাসান বলেছেন: অসাধারণ একটি সংগ্রহশালা (না দেখলে মিস করবেন)
সম্প্রতি প্রথম আলো পত্রিকায় দেশে ও দেশের বাইরে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী ব্যক্তিদের নিয়ে নিয়মিত ”আমিই বাংলাদেশ” নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। যা কিনা ইতিমধ্যে পাঠকমহলে বেশ উৎসাহ সৃষ্টি করেছে। সেই প্রেরণায় আমরা এযাবত যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সবগুলো প্রতিবেদন একসাথে জড়ো করে চলেছি। প্রতিদিনই পেজটি আপডেট করা হয়। অনবদ্য এই সংগ্রহশালাটি দেখতে এখানে ক্লিক করুন


৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

লিন্‌কিন পার্ক বলেছেন:

http://proxy-server.at এই লিঙ্কে গেলেই হবে । এছাড়া আরেকটা আছে http://anonymouse.org/anonwww.html কিন্তু এইটায় আবার কেপচা কোড দিতে হয় যা মিলাইতেই পারি না -_-

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

কৃষ্ণবিবর বলেছেন: youtube এর সিকিউরড url (i.e. https://www.youtube.com) ব্যবহার করলেই আর সমস্যা হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.