নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

এমপি নানকের পিএস মিজান আগুনে নিহত পাঁচ শ্রমিকের পরিজনদেরকে লাশ নিয়ে ‘কাঁটাছেড়া’ না করার বিনিময়ে ২০ হাজার টাকা দিয়ে লাশ নিয়ে যাবার জন্যে রাজি করাচ্ছে

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

এবার আগুনে পুড়ে নয়, আগুনে দম বন্ধ হয়ে মারা গেল ৫ শ্রমিক . . .

“আমাদের নীরবতাই শ্রমিকের ঘাতক। এই নিলর্জ্জ রাষ্ট্র আর আমাদের নির্লজ্জ নীরবতার চোখে আঙুল দিয়ে পুড়লো আবার পোশাক শিল্পের শ্রমিক ।

আগুনের সময় কোনো ফায়ার এলার্ম বাজেনি,

বড় গেটটি তালা বন্ধ ছিলো।

ছোট গেট দিয়ে বের হয়েছে শ্রমিকরা।আহত পাঁচ ও নিহত পাঁচ শ্রমিক। এক শ্রমিক জানান, বাঘরুমের পেছনে আগুন লাগে, সে সময় বাথরুমে যারা ছিলো, তারা কেউই বেরোতে পারেনি। ছোট গেট দিয়েও সবাই বেরোতে পারেনি। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিন গেট বন্ধ দেখেছেন, এবং শ্রমিকরা জানালার গ্রিল ভেঙে বের হয়েছে। স্মার্ট ফ্যাশন গার্মেন্টস এর আগুনে নিহত পাঁচ শ্রমিকের পরিজনদেরকে অধিপতির ভাষায় লাশ নিয়ে ‘কাঁটাছেড়া’ না করার বিনিময়ে ২০ হাজার টাকা দিয়ে লাশ নিয়ে যাবার জন্যে রাজি করাচ্ছে এমপি নানকের পিএস মিজান। ২০ হাজার টাকার বিনিময়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ পাচার করে ঘটনা ধামাচাপা দেবার জন্যে আত্মীয়দের রাজি করা হল।

এ্ই মাত্র জানা গেল সায়দিয়া গুলরুখের কাছ থেকে, অবশেষে কোনো ময়না তদন্ত ছাড়াই, ’কর্ডিয়াক ফেলিউর’ বলে ডেথ সার্টিফিকেট দেয়া হয়েছে। অথচ, অগ্নিকান্ডের ধোঁয়ায় দম আটকে মারা যাবার কখা না লেখা থাকায় এই শ্রমিকের মৃত্যুর দায় কতৃপক্ষের থাকেনা। এই স্মার্ট ফ্যাশণ বিজিএমইএর সদস্য না। ফলে না মালিক, না বিজিএমইএ, না সরকার, এই মৃত্যুর দায় এখন আর কারো না।”

এই ঘটনার প্রতিবাদে

আগামীকাল শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ।

মোহাম্মদপুর বেড়িবাধ এলাকায় স্মার্ট ফ্যাশন নামের গার্মেন্টসে অগ্নিকাণ্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সূচিকিৎসার দাবিতে আগামীকাল ২৭ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সমাবেশ বিক্ষোভ সমাবেশ ও শেষে মিছিল অনুষ্ঠিত হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

শার্লক বলেছেন: দেশটা এখন শকুনদের দখলে। হারামীর বাচ্চা সব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.