![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
প্রাথমিক শিক্ষকরা বাসা ভাড়া পেতেন ১০০ যা বাড়িয়ে করা হয়েছে ৫০০ ,
৫০০ টাকা দিয়ে এখন কোন বস্তিতেও বাসা ভাড়া পাবেন না আর আমাদের মহামান্য
সাংসদরা প্রতি মাসে কত টাকা ভাতা পান জানেন ??
বেতন ভাতার অবস্থা দেখে যারপরনাই বিস্মিত হলাম,
একজন সাংসদ প্রতি মাসে বেতন পান
দেড় লাখ টাকা। এর মধ্যে ৪০ হাজার টাকা পান গাড়ির খরচ বাবদ।
এর বাইরে প্রতিদিনের অধিবেশন ভাতা উপস্থিত থাকলে এক হাজার আর অনুপস্থিত থাকলে ৩৭৫ টাকা, কি মজা প্রেজেন্ট না থাকলেও টাকা !!
বার্ষিক বিমানভাড়া বাবদ এক লাখ টাকা,
স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত হলে যাতায়াত ভাতাও পেয়ে থাকেন।
প্রত্যেক সাংসদ একটি করে শুল্কমুক্ত গাড়ি পান।
বিদেশ সফরও করেছেন তাঁরা।
তার পরেও আমাদের সাংসদরা চুরি কম করেননা, পাঁচ বছরে হালাল ইনকামই ৯০ লাখ , গাড়ি বিমান ভাড়াতো বাদ ,
সাংসদদের বলে দেয়া যায়, কত টাকা এমনিতেই দিয়ে দিলে আপনার আর দুর্নীতি করবেন না ,
বেতন ভাতার অবস্থা দেখে যারপরনাই বিস্মিত হলাম, বেশী জানতাম এত বেশী ভাবি নাই . . .
আমাদের ট্যাক্সের টাকা আর কত প্রথাসিদ্ধ উপায়ে ধনিক শ্রেণীর হাতে যাবে ?
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
বেলা চৌধুরী বলেছেন: উপস্থিত স্যার।
১০০০ টাকা দেন, মাছ কিনে বাড়ী যাই।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
শিব্বির আহমেদ বলেছেন: +
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
শূন্য পথিক বলেছেন: চোরদের আবার ইনকাম!
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: তারপরেও চুরি না করলে ওনাদের সন্তানদের মুখে ভাত জুটেনা!