![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
আমাদের আপোষহীন নেত্রী দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমেরিকাকে বাংলাদেশ আক্রমনের (গনতন্ত্র রক্ষা করে দিয়ে যান . . . ) আমন্ত্রণ জানিয়ে ৩০ জানুয়ারি ওয়াশিংটন টাইমস পত্রিকায় একটা লেখা দিয়েছেন,
দুঃখের বিষয়
* ওয়াশিংটন টাইমস য্ক্তুরাষ্ট্রের একশত দৈনিকের মধ্যেও নেই ।
* নেত্রীর লেখাটি কাগজের সামনে বা পেছনে আসেনি এসেছিল মতামত পাতায়, আমাদের দেশে যেখানে আমরা টিউবয়েল বসানোর জন্য আবেদন লিখে পাঠাই সেখানে। সেদিন আরও দশটি মতামত ছাপা হয়েছিল এবং বেগম জিয়ারটি ছিল দশ নম্বরে।
* ওয়াশিংটন টাইমসের সার্কুলেশন আমাদের দেশের অনেক পত্রিকার থেকেও কম
*পত্রিকাটি সাংঘাতিক রক্ষণশীল হিসেবে পরিচিত। এটি প্রকাশিত হয় ইউনিফিকেশন চার্চ নামের একটি খ্রিস্টান ধর্মীয় আন্দোলনের পৃষ্ঠপোষকতায়। এটি অন্ধভাবে আরব ও মুসলমান বিদ্বেষী আর ইহুদী স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করে।
বেগম জিয়ার নামে প্রকাশিত লেখাটিতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে তার মধ্যে আছে
আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারকে বিশ্বের যে ক’টি দেশ প্রথমদিকে স্বীকৃতি দেয়, তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম । গত বছরগুলোতে দু’দেশের সম্পর্কে টানাপোড়েন এমন এক পর্যায়ে পৌঁছে, যার জন্য যুক্তরাষ্ট্রের নির্লিপ্ততাকে দায়ী করা যায় । কারণ বাংলাদেশের গণতন্ত্র যখন দুর্বল হচ্ছে এবং অর্থনৈতিক সম্পর্ক যখন অন্যান্য উদীয়মান বিশ্বশক্তির দিকে ঝুঁকে পড়ছে, তখন যুক্তরাষ্ট্র এটা চেয়ে চেয়ে দেখছে । পদ্মা সেতুর অর্থায়ন বিশ্বব্যাংক বন্ধ করে দিয়েছে কারণ এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ মন্ত্রণালয় (যোগাযোগ) লোপাট করে দিয়েছে। অবশ্য এই অর্থায়ন বন্ধ করার পিছনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও সরকারের একটি ভূমিকা ছিল ।
আমরা আশা করব পৃথিবীতে গনতন্ত্রের মানসপুত্র "যুক্তরাষ্ট্র" অতি দ্রুত বাংলেদেশে আক্রমন করে, বাংলাদেশের গণতন্ত্রের ঝাণ্ডাকে আবার সমুন্নত রাখতে সাহায্য করবে
শুধু মনে পড়ে যায় ৭১রে কারা যেন জাতিসংঘে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ভেটো দিয়েছিল . . . . .
void(1);
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
রিফাত হাসান০২২৮ বলেছেন: ভাইজান এত চেতেন কেন উনি তো "জামাতে ইসলামি বিএনপি শাখার মহিলা আমিরের কাজ ( জামাত নেতদের অনুপস্থিতে ) ভালই করতেছেন"
নারায়ে তাকবির আল্লাহু আকবার, শিবির হল তালেবান , বাংলা হবে আফগান আর মেডাম ফুলি হবেন মহিলা আমির... দেশটারে বাংলালিংক দামে বেচবার জন্য
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এখন এইটাই বাকি খালি, জামায়াত খমতায় আইব, হেরপড়ে জঙ্গি সন্ত্রাসী রাশ্ত্র কইয়া হামলা দিব হেরা। আমরা তামশা দেহুম খালি! শালার নেত্রী! কুত্তার জামায়ত এর গুষ্টি **!!