নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধাপরাধের বিচার লীগের নিজের সম্পত্তি না, বারবার আন্দোলন করব, বারবার যুদ্ধ করব । রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব . . . .

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে

আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?

আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?



কবি মেহেরুননেসার কথা কি আমরা ভুলে যাবো? তার হত্যার এই বিচার? ১৫ বছরের কারাদন্ড! কবি মেহেরুননেসা ‘জনতা জেগেছে’ কবিতা লিখে বাঙালির জাগরণের পক্ষে কথা বলেছেন, তাতে পাকিস্তানীদের শত্রু হয়েছেন, রাজাকারদের শত্রু হয়েছেন। ২৭ মার্চ, ১৯৭১ তাকে হত্যা করা হয় বাঙালির মুক্তি সংগ্রামের পক্ষে কাজ করায়। তাকে এবং তার পরিবারের প্রত্যেক সদস্যকে কেটে টুকরা টুকরা করা হয়, মাথা কেটে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয়। এই হত্যাকান্ডে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন কাদের মোল্লা। এই হত্যাকান্ড প্রমানিত হওয়া সত্ত্বেও রায়ে কাদের মোল্লাকে ১৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। এই রায় প্রহসন, এই রায় বেঈমানী। এই রায় আমরা মানবোনা। মেহেরুননেসার রক্তের সাথে বেঈমানী মেনে নেয়া হবেনা।

কালই লিখেছিলাম " কাদের মোল্লাকে নিয়ে এটা সম্ভবত শেষ লেখা " শেষ হয়েও শেষ হলো না । তাতে কি ?

আবার রাস্তায় নামব

আজকে জঘন্য রায় হয়েছে, আজই আবার রাস্তায় নামব,

যুদ্ধাপরাধের বিচার লীগের নিজের সম্পত্তি না, বারবার আন্দোলন করব, বারবার যুদ্ধ করব । রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব . . . .



আজ সন্ধ্যায় মশাল মিছিল.. সাড়ে পাচটায় রাজু ভাস্কর্যে জমায়েত, আগামীকাল বিকাল ৪টায় প্রেস ক্লাবে জাতীয় স্বার্থে ব্লগার-অনলাইন এক্টিভিস্টের সমাবেশ ও মশাল মিছিল... রাস্তায় থাকতে হবে পরশু এবং তার পরের দিনও.. ইয়াহিয়ার বংশধর একটাও বেচে থাকতে রাস্তা ছাড়া যাবে না...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

জ্ঞাতিবৈর বলেছেন: রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব।বারবার আন্দোলন করব, বারবার যুদ্ধ করব ।

প্রোগ্রামে আসছি।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

মো কবির বলেছেন: আসলে সরকার জামায়াতের বিচার করতে চায় না, শুধু রাজনীতি থেকে দূরে অথবা আওয়ামীলিগের সাথে হাতাত করাতে চায় আর কিছুই চায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.