নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

"তোমাকে যে সাঈদী মুসলমান করেছিল সে এসেছিল। আমাকে ধর্ষণ করা হয়েছে, এর বেশি আমি বলতে পারছি না। আমার চিন্তা করো না, তুমি পালাও . . . "

০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৩২

মুক্তিযুদ্ধের শেষ দিকে সাঈদীর নেতৃত্বে ৫০-৬০ জনের একটি রাজাকার বাহিনী হোগলাবুনিয়ার হিন্দুপাড়ায় যায়।

রাজাকারদের আগমন দেখে গ্রামের অধিকাংশ হিন্দু নারী পালিয়ে যান।

কিন্তু মধুসূদন ঘরামীর স্ত্রী শেফালী ঘরামী লক্ষী ঘর থেকে বের হতে পারেননি। তখন সাঈদীর ও রাজাকাররা তাকে ধর্ষণ করেন,

বিকেলে ঘরে এলে স্ত্রী মধুসূদনকে বলে-

"তোমাকে যে সাঈদী মুসলমান করেছিল সে এসেছিল। আমাকে ধর্ষণ করা হয়েছে, এর বেশি আমি বলতে পারছি না।

আমার চিন্তা করো না, তুমি পালাও . . . "



মধুসূদন গরীব হলেও নিজের স্ত্রী শেফালীকে প্রচণ্ড ভালবাসতেন, স্বাধীনতার পর শেফালী ঘরামীর একটা কন্যা সন্তান হয়

মেয়েটার নাম দেয়া হয় "সন্ধ্যা"



মধুসূদন সব মেনে নেন, নিজের সন্তানের মত ভালবাসা দিয়ে যান "সন্ধ্যা" কে,

কিন্তু এই সমাজ তাকে আর তার পরিবারকে মেনে নেয়না। ক্রমাগত লাঞ্চনার মধ্যে দিয়ে যেতে হয় তাদের।

সমাজ লক্ষীকে দেয় বেশ্যা উপাধি,

বের করে দিতে চায় গ্রাম থেকে

বাধ্য হয়ে লক্ষী তার ভাইয়ের সাথে নবজাতক সন্ধ্যাকে নিয়ে ভারত চলে যান নিভৃতে।

অনেক চেষ্টা করেও মধুসূদনের সাথে তার পরিবারের আর কখনো দেখা হয়নি।

বাকি জীবনটা আজো একাই রয়েছেন মধুসূদন . .



একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, অন্তত নয় জনকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ,

লুটপাট, ভাঙচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করে সাঈদী

যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো।

একাত্তরে নিজে ধর্মান্তরিত হয়েও স্ত্রীর সম্ভ্রম রক্ষা করতে পারেননি অশীতিপর মধুসূদন ঘরামী,।

সন্তানদের নিয়ে স্ত্রী ভারতে চলে যাওয়ার পর একা দেশে রয়ে গেছেন আশি পেরুনো এই বৃদ্ধ।



এখনও তিনি প্রচণ্ড ভালবাসেন তার স্ত্রীকে,



আজ তার প্রতি একটু সম্মান জানাই, হাত ধরে ক্ষমা চাই, আমাদের ক্ষমা করুণ

আমি জানি,

আমি পারব না আপনার জীবনের ৪২ টি বছর ফিরিয়ে দিতে

আমি পারব না আপনার স্ত্রীকে দেশে ফিরিয়ে এনে দিতে

আমি পারব না আপনার সন্তান কে খুঁজে আনতে

আপনার ওপর যে নির্মমতা চালানো হয়েছে আমি তাও অনুধাবন পর্যন্ত করতে পারব না,



তবু অশীতিপর মধুসূদন ঘরামী, শেফালী ঘরামী লক্ষী কিংবা সন্ধ্যা ঘরামী জেনে রেখ তোমাদের ওপর পাশবিকতা চালিয়েছিল যে

"দেলোয়ার হোসেন সাঈদী", আমরা এই বাংলায় তার মৃত্যুর পয়গাম এনে দিলাম, জেনে রেখ এই বাংলায় . . .

শেষ করব হুমায়ুন আজাদ স্যারের কবিতা দিয়ে



অভিশাপ দিচ্ছি -



আজ এখানে দাড়িয়ে এই রক্ত গোধূলিতে

অভিশাপ দিচ্ছি।

আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ

দিয়েছিলো সেঁটে,

মগজের কোষে কোষে যারা

পুতেছিলো আমাদেরই আপনজনের লাশ

দগ্ধ, রক্তাপ্লুত,

যারা গনহত্যা

করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারে

আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক

পশু সেই সব পশুদের।

ফায়ারিং স্কোয়াডে ওদের

সারিবদ্ধ দাঁড়

করিয়ে নিমিষে ঝা ঝা বুলেটের বৃষ্টি

ঝরালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না।

হত্যাকে উতসব ভেবে যারা পার্কে মাঠে

ক্যাম্পাসে বাজারে

বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভতস গন্ধ দিয়েছে

ছড়িয়ে,

আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না

কামনা।

আমাকে করেছে বাধ্য যারা

আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত

সিড়ি ভেন্গে যেতে আসতে

নদীতে আর বনবাদাড়ে শয্যা পেতে নিতে

অভিশাপ দিচ্ছি আজ সেইখানে দজ্জালদের। —

মন্তব্য ২৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

নায়করাজ বলেছেন: এদের কোন ক্ষমা নেই। জামাত শিবির সাপের জাত। এদের নির্মূল না করলে ছোবল খেতে হবে।

Click This Link

২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৪২

ফজলে রাব্বী চিৎকার বলেছেন: কোন ক্ষমা নাই......

৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৪২

প্রিতমখুশি বলেছেন: এদের নির্মূল করতে হবে। এই বাংলার মাটি কলংক মুক্ত করতে হবে। আর আমরা আর মুক্তিযোদ্ধাদের খুনিদের এই মাটিতে পা রাখতে দেবো না, নির্যাতিতা নারীর প্রতিশোধ নেব, কখনোই এই কুলাঙ্গারদের ছায়া এই বাংলার মাটিতে রাখতে দেবো না।

৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

মনে নাই বলেছেন: জামাত-শিবিরকে বাংলা থেকে সমূলে বিনাশ করতে হবে।

৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০৭

ছবির জীবন বলেছেন: ক্ষমা চাই তাদের নিকট-

৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:১০

গুডনাইট বলেছেন: ধিক্ তোদের শত ধিক্।
জীবন তোদের করবে না ক্ষমা,
মৃত্যু করবে না গ্রহন।

৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:২৫

মিজভী বাপ্পা বলেছেন: কোন ক্ষমা নেই এসব ইবলিশদের।ওদের একটাই শাস্তি হওয়া উচিত আমাদের সাথে থাকা বর্তমান মুক্তিযোদ্ধাদের দিয়ে এসব রাজাকারদের ব্রাশফায়ার করে মারা উচিত গোটা জাতির সামনে।

এরপরেও যদি কিছুটা সেই সম্ভ্রমহীন মা বোন দের কিছুটা দুঃখ লাঘব করার এবং সে সকল শহীদদের রক্তের কিছুটা প্রতিদান দিতে যাদের রক্তাক্ত করে এসব হায়েনা গুলো আনন্দ উল্লাস করেছিল।আজ তাদেরই দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে এই দেশ ও দেশের জনগণ!!

রাজাকার ও তাদের দোসররা বাঁচতে চাইলে বাংলা ছাড়!!!নইলে নরকেও তোদের ঠাঁই দিবে এই বাংলার জনগণ!!!

৮| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:৩৮

জাতিস্বর বলেছেন: আমরাও অভিশাপ দিচ্ছি এইসব হায়েনা,মানুষরূপী নরপিচাশ,নরখাদকদের।
এদের সমূলে উৎপাটন না করে বাংলার মাটি পবিত্র না করে রাজপথ ছাড়ব না।

জয়________________________________________বাংলা

৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:৪২

আমি তুমি আমরা বলেছেন: কোন ক্ষমা নাই।এদের নির্মূল
করে এই বাংলার মাটি কলংক
মুক্ত করতে হবে।

১০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৩০

বিভ্রান্ত _পথিক বলেছেন: আমাকে কেউ বলবেন 71এর এই ঘৃণ্য লোকটা এত বছর সম্মান নিয়া কিভাবে বেঁচে রইল?

১১| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:০৬

বিপ্লব৯৮৪২ বলেছেন: যতই উচ্ছৃংখলতা করুক এদের ক্ষমা নাই

১২| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭

দক্ষিনা বাতাস বলেছেন: আমার মনে ভাই খাপছাড়া একটা প্রশ্ন এসেছে। শেফালী মেডিক্যাল চেক আপ ছাড়া কিভাবে ডাক্তার প্রমান করবে যে সাইদি তাকে ধর্ষন করেছিলো।

হাজার মধুসুদনের কাতর গল্পে তো আদালত রায় দিতে পারে না যে শেফালী ধর্ষিতা হয়েছিলেন একাত্তরে।
আদালত আবেগ দিয়ে নয়, প্রমানের ভিত্তিতে সাক্ষ্য গ্রহন করে এটাই তো জানি।

সন্ধ্যার ডিএনএ টেস্ট করা উচিত। এটা সরকারী খরচেই করা উচিত। আদালতের উচিত সন্ধ্যাকে খুঁজে বের করে ডিএনএ টেস্টের নির্দেশ দেয়া। তা না হলে কিভাবে হয় বলেন।

বিরোধী মত পোষণ করে বসলাম। রাজাকার হয়ে গেলাম নাতো।

১৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এদের সবার বিচার হবে ...
সত্যের জয় অবশ্যম্ভাবী ।

১৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৫৭

আখাউরা পূলা বলেছেন: অ্যাসিডএ চুবাইয়া মারা উচিত

১৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৭

আহমেদ নিশো বলেছেন: দক্ষিনা বাতাস বলেছেন: শেফালী মেডিক্যাল চেক আপ ছাড়া কিভাবে ডাক্তার প্রমান করবে যে সাইদি তাকে ধর্ষন করেছিলো।

আপনার সাথে সহমত প্রকাশ করছি। তবে সন্ধ্যার ডি এন এ টেস্ট করার আগে আপনার নিজেরটা করে নিয়েন। কারন যাদের কে বাবা মা বলে জানেন তারা যদি আপনার বাবা মা না হয়।

১৬| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

antaramitu বলেছেন: আহমেদ নিশো বলেছেন: দক্ষিনা বাতাস বলেছেন: শেফালী মেডিক্যাল চেক আপ ছাড়া কিভাবে ডাক্তার প্রমান করবে যে সাইদি তাকে ধর্ষন করেছিলো।

আপনার সাথে সহমত প্রকাশ করছি। তবে সন্ধ্যার ডি এন এ টেস্ট করার আগে আপনার নিজেরটা করে নিয়েন। কারন যাদের কে বাবা মা বলে জানেন তারা যদি আপনার বাবা মা না হয়।



আহমেদ নিশো... আপনার কথাটা আমারও........ দক্ষিণা বাতাস আসলে কোন দিক থেকে বহিতেছে???

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি আমার মুখ দেখি নাই চাঁদে
গতরাতও গিয়েছিলাম ছাদে
হতাশ হয়েই ফিরতে হলো ঘন্টা খানেক বাদে
হঠাৎ করে মাথায় এল নিজের মুখ দেখবো কেন চাঁদে
ফাসির কাষ্ঠে ঝুলবে যে জন যুদ্ধ অপরাধে
তারাই হবে চন্দ্র বাসী কয়েকটা দিন বাদে
চাইনা মোর অবয়ব ভেসে ওঠুক চাঁদে
যুদ্ধাপরাধী নয়কো আমি সৈনিক শাহবাগে
এই ধরাতেই সুখে আছি স্বাধীন আমি আনন্দে আহলাদে।

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:০৯

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: এই বাংলার মাটি কলংক
মুক্ত করতে হবে

১৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৪:২২

এরোস্পেশিয়ান বলেছেন: লেখার শেষাংশ পড়ে চোখ ভিজে গেলো।

২০| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

তাসজিদ বলেছেন: আজ এখানে দাড়িয়ে এই রক্ত গোধূলিতে
অভিশাপ দিচ্ছি।
আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ
দিয়েছিলো সেঁটে,
মগজের কোষে কোষে যারা
পুতেছিলো আমাদেরই আপনজনের লাশ
দগ্ধ, রক্তাপ্লুত,
যারা গনহত্যা
করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারে
আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক
পশু সেই সব পশুদের।
ফায়ারিং স্কোয়াডে ওদের
সারিবদ্ধ দাঁড়
করিয়ে নিমিষে ঝা ঝা বুলেটের বৃষ্টি
ঝরালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না।
হত্যাকে উতসব ভেবে যারা পার্কে মাঠে
ক্যাম্পাসে বাজারে
বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভতস গন্ধ দিয়েছে
ছড়িয়ে,

২১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

পথ-হারা এক পথিক বলেছেন: ৭ম ভালোলাগা। +++

২২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: ++++
এইসব ঘাতকদের হত্যা করতে হবে।

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭

ঢাকাইয়া০০৭ বলেছেন: দক্ষিনা বাতাস বলেছেন: আমার মনে ভাই খাপছাড়া একটা প্রশ্ন এসেছে। শেফালী মেডিক্যাল চেক আপ ছাড়া কিভাবে ডাক্তার প্রমান করবে যে সাইদি তাকে ধর্ষন করেছিলো।

এই কথায় টিপ্পনি কেটে আহমেদ নিশো ও antaramitu যা লিখেছেন তা আদৌ শিষ্টাচারের পর্যায়ে পড়ে না । আমিও সাইদীর ফাঁসি চাই একবার নয় একশ' বার। সেজন্য যুক্তিকে যুক্তি দিয়ে খন্ডন করা উচিত। হাতে কীবোর্ড আছে বলেই যাকে-তাকে যা খুশি তা লিখতে পারেন না। আর লিখলে কোন রকম টেষ্ট করা ছাড়াই হেমায়েপেুরে পাঠানো উচিত।

২৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৬

হুমায়ুন তোরাব বলেছেন: apne mitthuk.

'71 sale saidi bole keu silo na. silo delu sikdar."


adalot delu sikdarer fasi dise, saidir na.


mittha kta blen na.

ek kam koren amar ktar to answer dte parben na tai amare ekn chagu ble gali den.

২৫| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:১৬

মীরকাদিম বলেছেন: স্বাধীন দেশে ধর্ষণের সেঞ্চুরি হাফ সেঞ্চুরিও কি জামাত-শিবির করেছে? না, এটা করেছে ছাত্রলীগের সোনার টুকরা !!!! ছেলেরা। এদের কথা বলতে কি শরম লাগে? শরম তো লাগবেই, কারণ আপনি নিজেও হয়তো ঐ দলেরই একজন।

২৬| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

দেশী ম্যান বলেছেন: ৭১ সালে সাইদি ছিলো না, কারন সাইদি ওই সময় চান্দে ফোন ** করতেছিলো। হা হা হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.