নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

যে আন্দোলনে লাখো মানুষ বেলুন ওড়ায়, মোমবাতি জ্বালায়, গান গায় সে আন্দোলন গণহত্যার ইন্ধন জোগাবে এই কথা পাগল তো দূরে থাক কাদের সিদ্দীকিও বিশ্বাস করবে না।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

আজকে আমরা যারা খালেদা জিয়ার বক্তৃতার বিরোধিতা করছি

তারা কিন্তু সরকারের সমর্থক না, এই আন্দোলনটা শুরুই হয়েছিল সরকারের বিরুদ্ধে।

আমরা যারা কোনদিন ভোট পর্যন্ত দেইনি তারাও আজ খালেদা জিয়ার মিথ্যাচারের হতাশ, লজ্জিত



নেত্রী বললেনঃ

আমরা প্রতিনিয়ত ঘৃণা, বিদ্বেষ ছড়াচ্ছি।

জাতীয় জীবনে বিভেদ-বিভাজনকে উস্কে দিচ্ছি।

স্বাধীন মত প্রকাশের কারণে সম্মানিত নাগরিকদের নাম ধরে হুমকি দিচ্ছি

সরকার-বিরোধী সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলো বন্ধ করার হুমকি দিচ্ছি . . .



ঠিকই বলেছেন আমরা ঘৃণা ছড়াচ্ছি, কাদের বিরুদ্ধে ??

তাদের বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক ঘৃণাকে উস্কে দেয় বারবার

হ্যাঁ আমরা "মাহমদুর রহমানের" নাম নিচ্ছি ,

সেই মাহমদুর রহমান যে মুক্তিযুদ্ধকে গৃহযুদ্ধ বলে বেড়ায়

হ্যাঁ আমরা দিগন্ত, সংগ্রাম বন্ধ করার হুমকি দিচ্ছি

কিন্তু আপা আপনার নেতাদের মালিকানাধীন বেশ কয়েকটা চ্যানেল বহাল তবিয়তেই আছে

কেন আছে জানেন ??

হলুদ সাংবাদিকতা করে না, ধর্মীয় উস্কানি ছড়ায় না, মিথ্যা খবর বানায় না



শেষে রমণী বললেনঃ

"সরকার গণ-আন্দোলনের ইন্ধনে গণহত্যা চালাচ্ছে"

যে আন্দোলনে লাখো মানুষ বেলুন ওড়ায়, মোমবাতি জ্বালায়, গান গায়

সে আন্দোলন গণহত্যার ইন্ধন জোগাবে এই কথা পাগল তো দূরে থাক

কাদের সিদ্দীকিও বিশ্বাস করবে না।



একজন কর্নেল তাহেরের রক্ত লেগে আছে আপনার শাড়িতে ম্যাডাম



বুঝতে পারছি না শ্লোগানটা দিয়েই দেব কি না

খ-তে .........................................



void(1);

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪

লেহালুয়া বলেছেন: 'খ' তে খালেদার সাথে 'হ' তে হাসিনা যদি দিতে পারতেন তবে শাহবাগের সাইজ দিনে দিনে এত শ্রিন্ক করতো না।

মানুষরে ভোদাই ভাবার দিন শেষ।

শাহবাগে মানুষ যে আবেগ নিয়ে গিয়েছিল সেই আবেগ টা নষ্ট করছে গান্ডু ইমরানের মত কিছু বালপ্রেমী। মানুষের স্বতস্ফুর্ততা নিয়ে খেলা করা ঠিক না। খালেদা জিয়ার দোষ দেখছেন কিন্তু সরকারের দোষ চোখে দেখেন না কেন? আজকের এই অরাজকতার জন্য সরকার কি দায় এড়াতে পারে? যদি বাল না হয়ে থাকেন উত্তর খুজে পাবেন।

২| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২

মুহসিন বলেছেন: লেহালুয়াকে বলছি, শুধু শাহবাগীরাই দেশপ্রেমিক, আর কেউ নয়, কোনকালেই নয়। আর ইমরান হলো ভবিষ্যতের "দেশবন্ধু"। আর কেউ নয়।

৩| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

গৃহন্ডুলে বলেছেন: ইমরান বালবন্ধু! নিখাদ দেশপ্রেমে প্রদীপ্ত অযুত লক্ষ তরুনের আবেগ নিয়ে খেলা করা ইমরান এন্ড গং দের ইতিহাস কোনদিন ক্ষমা করবেনা! এই দিন দিন না, আরও দিন আছে!!

৪| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খ-তে খালেদা জিয়া, তুই জামাতি আমির তুই জামাতি আমির।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.