নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

আজকের এই দিন নিয়ে বাড়াবাড়ির কি আছে??? জানুয়ারির এক তারিখ কি???

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

ইংরেজি নববর্ষের দিনটি কোনোভাবেই অন্য কোনো দিন থেকে আলাদা নয়।

বাংলা নববর্ষের তবুও একটা অ্যাস্ট্রোনমিক্যাল যোগাযোগ আছে, নক্ষত্রপুঞ্জের অবস্থান দিয়ে আকাশকে যে ১২টি ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো উদয়ের সময় দিয়েই বাংলা মাসগুলো ঠিক করা হয়েছে।
তাই বাংলা নববর্ষ মোটেও জোড়াতালি দেওয়া কিছু নয়!

ইংরেজি মাসগুলোর বিভাজনে কিংবা ইংরেজি নববর্ষে এখনও সে রকম কিছু আছে বলে জানা নেই।

ইংরেজি নববর্ষ যদি ২১ জুন কিংবা ২১ ডিসেম্বর হতো তবুও একটা কথা ছিল। কারণ তাহলে বলতে পারতাম, সূর্য তখন ঠিক কর্কট ক্রান্তির ওপর কিংবা ঠিক মকর ক্রান্তির ওপর এসে হাজির হয়।

কাজেই ইংরেজি নববর্ষ আসলে অন্য যে কোনো একটা দিনের মতো।

তবে বন্ধু ও অন্য যারা fb বা ম্যাসেজ করে নববর্ষের sorry New Year এর শুভেচ্ছা জানিয়েছো তাদের আন্তরিক অভিনন্দন। ভালো থাকো সবাই। আগামী দিন গুলো ভাল কাটুক, সাফল্য মন্ডিত হোক এই কামনাই করি সব সময়।


-----সমকাল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.