নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

পরাজয়- কিছু উপলব্ধি, আবেগ ও আত্মবিশ্বাস

০৭ ই মার্চ, ২০১৬ রাত ২:৪২

প্রশ্ন -১ : এশিয়াতে শ্রেষ্ঠ কে ক্রিকেটে?
উত্তর : ভারত।

প্রশ্ন-২ : এশিয়াতে দ্বিতীয় কে?
উত্তর : বাংলাদেশ।

আচ্ছা যে দ্বিতীয় হয় তার যোগ্যতা প্রথমের চেয়ে কোন অংশে কম থাকে না। কথায় বলে না খেলায় হার-জিত থাকে সেজন্যই একজন জয়ী হয় আরেক জনকে হারিয়ে।

বাংলাদেশ ক্রিকেট টিমকে আজ বিশ্বের অন্যান্য শক্তিশালী দলগুলো শ্রদ্ধা করে, ভয় পায়, সমীহ করে চলে, এই প্রেক্ষাপট তৈরির অন্যতম কারিগর সাকিব আল হাসান।

সেই সাকিবকে কেমন করে পচানো হচ্ছে! আচ্ছা সাকিব কি চায় নি বাংলাদেশ জিতুক? সাকিবের জায়গায় নিজেকে দাড় করিয়ে দেখ তো তুমি ওর চেয়ে ভাল করতে কি?

কিছু প্লটিবাজ আছে আমাদের মাঝে সেই শুরু থেকেই। কেউ ইন্ডিয়াকে নিয়ে লাফালাফি করে কেউ পাকিস্তান।

আচ্ছা আমাদের এত শক্তিশালী দল থাকতে কেন আমরা অন্য দেশ কে সাপোর্ট করব? কেন গ্যালারিতে দেখা যাবে আমার বোন "Marry me Afridi" লিখা প্লাকার্ড হাতে দাঁড়িয়ে আছে??? কেন আমার বন্ধু টি ইন্ডিয়ার জয়ে "I love you India, I love you Virat" লিখা স্ট্যাটাস পোস্ট করবে???

তারা কি কষ্ট পাচ্ছে না আমাদের দেশ হেরে গেলো আরেক জনের দেশের কাছে??? বোধশক্তি কি এতটাই লোপ পেয়েছে তাদের???

মাঠে খেলা ১১ টা ছেলের কথা কি ভাবে নি একবার? আজ রাতে তাদের কারো ঘুম আসবে না হয়তো।

ম্যাস তো আমাদের অহংকার। এতবার অপারেশন হবার পর কোন ক্রিকেটার সাহস করবে না মাঠে নামার, উনি নেমেছেন। আমার জন্য আমার দেশের জন্য নেমেছে। যুদ্ধের চেয়ে এটাই বা কম কি?

তবুও আমরা স্বার্থপর এর মত তাদের নিন্দা করছি.....কেন???

আজ আমরা পারি নি, কিন্তু যেকোন সময় তো পারব কারন আমরা দ্বিতীয়। দ্বিতীয় থেকে প্রথম হউয়া সময়ের ব্যাপার মাত্র।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৪

ইমরাজ কবির মুন বলেছেন:
যে দ্বিতীয় হয় তার যোগ্যতা প্রথমের চেয়ে কোন অংশে কম থাকে না।
ekjon 1st, arekjon kom 1st

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬

মস্টার মাইন্ড বলেছেন: হা হা হা...... কম Frist......!!!!

২| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৬

বিজন রয় বলেছেন: আমরা অনেক উন্নতি করেছি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.