নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

মানুষ মানুষের জন্য- মারার জন্য

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

মানুষ মানুষেরই জন্য। জীবন জীবনেরই জন্য।

যিনি গেয়েছিলেন, তিনি চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে।

ভূপেন হাজারিকা

চলে যাবেন নাই বা কেন? মানুষ আজও মানুষের জন্যই

আছে তবে, মারার জন্য!

কথাটা শুনতে খারাপ লাগলেও আপনাকে মানতে হবে

যে, এটা ঠিকই

এই পৃথিবীতে ভালো মানুষ শুরুর দিন থেকেই ছিল

আজও আছে পরেও থাকবে

এটা একটা দিক হলে উল্টোদিকটা হল, মানুষ খারাপও

ছিল শুরুর সেই দিন থেকে,আজও আছে,পরে নিশ্চয়ই

আরও খারাপ হবে...!!

এই পর্যন্ত লাইনটা লিখেই কেমন যেন আতঙ্ক লাগলো

মনে! আর কত খারাপ হবে!

গতকাল তো তো ৯/১১ গেল!

দু-দুটো প্লেন গিয়ে এক নিমিষেই মাটিতে মিশিয়ে

দিয়েছিল ১১০ তলার দু'দুটো বাড়ি! মানুষই! সে ঘটনার

তো মাত্র ১৫ বছর হল!

আজ থেকে ৭০ বছর আগে এমন বোম ফেলা হয়েছিল

হিরোশিমা-নাগাসাকিতে, তার খেসারত আজও দিতে

হচ্ছে সেখানকার মানুষকে!

তাহলে মানুষ তো মানুষের জীবন নেওয়ার জন্যই রয়েছে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪

ৈতয়ব খান বলেছেন: বাস্তব সত্য। আপনার লেখা মন ছুঁয়ে গেল। ধন্যবাদ ভাই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩

মস্টার মাইন্ড বলেছেন: আপনাকেও ঈদ মোবারকীয় ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.