![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
সমন কি | সমন কাকে বলে, কত প্রকার ও কি কি, সমন জারি হলে কি করবেন আজ আলোচনা করব সেটি নিয়েই।
আপনার নামে কেউ যদি মামলা করে, বা আপনি যদি কোন মামলার সাক্ষী হন তাহলে কোর্ট থেকে আপনার নামে যে পত্র আসবে সেটি হল সমন।
সমন দুই প্রকারঃ-
১। আসামীর প্রতি সমন।
২। সাক্ষীর প্রতি সমন।
আসামীর প্রতি সমন কাকে বলেঃ-
ফৌজদারি কার্যবিধির ৬৮ ধারা অনুযায়ী সমন লিখিত ফরমে দেওয়া হয়। ফরমের উপরে আসামীর প্রতি সমন বা সাক্ষী হলে সাক্ষীর প্রতি সমন লেখা থাকে। সমনের দুই কপি থাকে। স্থানীয় থানা পূলিশের মাধ্যমে সমন জারি করা হয়। যাকে সমন দেওয়া হয় তাকে এক কপি দেওয়া হয়। অন্য কপিতে যার উপর সমন জারি হলো তার স্বাক্ষর নেওয়া হয়।
সমন যথা সম্ভব ব্যাক্তিগত ভাবে জারী করতে হয়। তা সম্ভব না হলে ফৌজদারী কার্যবিধির ৭০ ধারায় বলা হয়েছে, যার ওপর সমন জারি করা হয় তাকে পাওয়া না গেলে তার পরিবারের বয়স্ক কোনো পুরুষের কাছে সমন বুঝিয়ে দিয়ে আসতে হবে।
আসামীর প্রতি সমন হলে আসামী আদালতে ব্যাক্তিগত ভাবে বা উকিল মারফত আদালতে হাজির হতে হবে।
সাক্ষীর প্রতি সমন কাকে বলেঃ-
কোন সাক্ষী সমন পেলে তাকে অবশ্যই আদালতে গিয়ে প্রকৃত ঘটনা বর্ণনা করে সাক্ষ্য দেওয়া উচিত।
সমন পেয়ে আদালতে কীভাবে হাজির হতে হয় তা অনেক সাক্ষীই জানে না।
সাক্ষী হিসেবে আদালতে হাজির হতে ভয়ের কোনো কারণ নেই। সাক্ষী আদালতের কাছে বা আইনের চোখে অত্যন্ত সম্মানিত ব্যক্তি।
সাক্ষীর প্রতি সমন জারী হলে সাক্ষীকে সমনটি নিয়ে সংশ্লিষ্ট আদালতের কোর্ট সাব-ইন্সপেক্টরের সঙ্গে দেখা করতে হয়। কোর্ট সাব-ইন্সপেক্টর তার সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করবেন।
আইন বিষয়ে আর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুনঃ https://goo.gl/59J23N
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১০
মস্টার মাইন্ড বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।
২| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২০
ক্স বলেছেন: কেউ আমার নামে মামলা করল, ঠিকানা দিল ভুল। সমন আমার কাছে এলোই না। তাহলে আদালত আমার অনুপস্থিতিতে যে একতরফা বিচার করবে, তার ব্যাপারে আমার কি করা আছে?
১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৩
মস্টার মাইন্ড বলেছেন: জ্বি খুবি গুরুত্বপূর্ন একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর নিয়ে আরেকটি ভিডিও তৈরীর কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছি। দুই একেই আমার চ্যানেলে পাবেন ইনশাল্লাহ।
চোখ রাখুন https://www.youtube.com/c/haquemedia
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: গুরুত্বপূর্ণ ভিডিও।