নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

চাল চুরির দায়ভার কি শুধুই চোরদের?

১৩ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:১৮

চাল কেন চুরি হচ্ছে? দোষ টা কি শুধুই যে চাল চুরি করছে তাদের?

প্রথমেই একটা কথা বলব, এই স্ট্যাটাসে চাল চুরিকে আমি কোন ভাবেই সমর্থন করব না, যেমন ভাবে সমর্থন করি না কোন অন্যায়,অবিচার কে।

পত্র-পত্রিকা খুললেই দেখতে পাচ্ছি অমুক নেতার বাড়ি থেকে, তমুক নেতার গোয়াল ঘর থেকে বস্তা বস্তা চাল উদ্ধার। দেশের এমন একটা সংকট অবস্থায় এই খবর গুলো কারো কাছে বেদনার কারো কাছে মুখোরচক সরকার কে খোটা দেয়ার একটা ইস্যু মাত্র!

দোষটা শুধু যারা চাল চুরি করছে তাদের নয়, এতে যাদের চাল চুরি হচ্ছে তারাও দায়ি!

নির্বাচনের সময় একজন প্রার্থী জিম্মি হয়ে যায় এই মানুষগুলোর কাছে, এই মানুষগুলোই জিম্মি করে ফেলে তাদের।

যারা তৃণমূলের নির্বাচন, যেমন ইউনিয়ন/পৌরসভা/উপজেলা নির্বাচনের সাথে যুক্ত ছিলেন তারা জানেন এই জনতার পকেট ভরে দিয়ে কিভাবে ভোট কিনতে হয়! হ্যা আমি ঠিকি বলছি।

নির্বাচনে কোটি কোটি টাকা বাজেট হয় একেক জন প্রার্থীর, কোথায় যায় এই টাকা? আসেই বা কোথায় থেকে?

যায় এই সাধারন ভোটার এর পকেটে আর আসে এই চাল, রাস্তার বরাদ্দকৃত অর্থ অন্যান্য বাজেট থেকে!

যারা নিজের ভোট বিক্রি করে তারা কি ইনসাফ পাবার যোগ্য? এবং যারা ভোট কিনে জায়গা দখল করে তারা কি ইনসাফ করার যোগ্য?

প্রশ্ন রইলো জাতির কাছে, প্রশ্ন রইলো সেই সব ভোটারদের কাছে যারা পয়সার কাছে নিজেকে বিকয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৫

বিজন রয় বলেছেন: না শুধু চোরদের দোষ নয়, দোষ পুরা রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোর।

২| ১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৭

নেওয়াজ আলি বলেছেন: এখন কি জনগণ ভোট দিতে যায় যে ভোট কিনতে হবে। রাজনৈতিক দলই দায় জনগণ না।

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২০

একাল-সেকাল বলেছেন:
এখন নির্বাচনে জনগনের কপালে এক কাপ চা ও জুটে না। প্রার্থীদের টাকায় দলীয় ফাণ্ড মোটা হয়।

৪| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩১

খাঁজা বাবা বলেছেন: দায় যারা চোর বানিয়েছে।
এখন ভোট কেন না লাগলেও মনোনয়ন কেনা লাগে।
সেই টাকা কোথা থেকে আসবে?

এছাড়াও প্রচারে একজন চেয়ারম্যান প্রার্থী কোটি টাকার বেশি খরচ করেন।
প্রশাসন তখন নিশ্চুপ থাকে কেন?

৫| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: একজন ধনী মানুষ নিশ্চয়ই সামান্য চাল চুরী করবে না।
এই দেশ হলো দরিদ্র দেশ। বেশির ভাগ মানুষ খুব বেশি দরিদ্র। তাই চুরী করতে বাধ্য হয়। শখ করে তো আর কেউ চুরী করে না।

৬| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আসলে এই সব ত্রাণের টাকা লুট করে সরকারি দলের লোক জন ধনী ও হৃষ্ট পুষ্ট থাকে এসব টাকা র লোভে তারা ভোট চুরি করে আসন ছিনিয়ে নেয়। এই জন্যই কতিপয়ের ব্যক্তি র রাজনীতি । রাজনীতি শুধু জনসেবা
হলে রাজনীতি কেউ করবে না। যেমন অনেক চিকিৎসক এখন ঘরে থাকে চিকিৎসা করে না। আথচ তারা রাত একটার আগে বাসায় ফিরত না। উল্লেখ্য তারা এক মিনিটের বেশি কোন রোগী দেখে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.