![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
"জনাব মামুনুল হক নারী সহ হোটেলে ধরা পরেছেন"
ঘটনা টা নিয়ে পৈচাশিক আনন্দ প্রকাশ করে চলেছে অনেকেই৷ আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি৷
তিনি বলেছেন সে তার স্ত্রীকে নিয়ে গিয়েছেন৷ এবং সে তার প্রমান ও করে দেখাতে চেয়েছেন৷ ব্যাস এইটুকুই এনাফ ছিল৷ এখানে জনাব মামুমুল হক না হয়ে আমি আপনি হলে এই মানুষরূপি জানোয়ার গুলোই ভিডিও করে অর্থ দাবি করত৷
যারা অন্যের সম্মান কে নিচু করে আনন্দ পায় তারা কোনভাবেই মানুষ হতে পারে না৷
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, এক লোক নবী করিম (সা.) এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল, আমি শহরের দূরতম প্রান্তে এক নারীর সঙ্গে মেলামেশা করেছি এবং তার সঙ্গে আমার সহবাস করা ছাড়া সবই হয়েছে। আমি উপস্থিত, আমার বিষয়ে যা আপনার ইচ্ছা হয় বিচার করেন।
তখন ওমর (রা.) তাকে বললেন, আল্লাহ তোমার বিষয়টি গোপন রেখেছেন, যদি তুমি নিজেকে গোপন রাখতে! এ কথায় নবী করিম (সা.) কোনো বাধা দেননি। তখন লোকটি উঠে চলে গেল। তারপর নবী করিম (সা.) আরেকজন লোক পাঠালেন তাকে ডেকে আনতে এবং এ আয়াতটি পাঠ করলেন, ‘দিনের দুই প্রান্তিক সময়ে ও রাতের প্রথম ভাগে নামাজ আদায় কর। নিশ্চয় ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে দূর করে দেয়। এটা জিকিরকারীদের জন্য উপদেশ।’ (সুরা হুদ : ১১৪)।
তখন গোত্রের এক লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসুল, এটা কি তার জন্যই বিশেষভাবে নির্দিষ্ট? তিনি বললেন, ‘বরং সব মানুষের জন্যই।’ (মুসলিম)।
প্রমান সামনে আসা পর্যন্ত অন্তত অপেক্ষা করা উচিত ছিল কারো বিপক্ষে এমন কালিমা লেপনের আগে৷ আমি আবারো এই ঘটনার নিন্দা জানাচ্ছি৷
"জনাব মামুনুল হক নারী সহ হোটেলে ধরা পরেছেন"
ঘটনা টা নিয়ে পৈচাশিক আনন্দ প্রকাশ করে চলেছে অনেকেই৷ আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি৷
তিনি বলেছেন সে তার স্ত্রীকে নিয়ে গিয়েছেন৷ এবং সে তার প্রমান ও করে দেখাতে চেয়েছেন৷ ব্যাস এইটুকুই এনাফ ছিল৷ এখানে জনাব মামুমুল হক না হয়ে আমি আপনি হলে এই মানুষরূপি জানোয়ার গুলোই ভিডিও করে অর্থ দাবি করত৷
যারা অন্যের সম্মান কে নিচু করে আনন্দ পায় তারা কোনভাবেই মানুষ হতে পারে না৷
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, এক লোক নবী করিম (সা.) এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল, আমি শহরের দূরতম প্রান্তে এক নারীর সঙ্গে মেলামেশা করেছি এবং তার সঙ্গে আমার সহবাস করা ছাড়া সবই হয়েছে। আমি উপস্থিত, আমার বিষয়ে যা আপনার ইচ্ছা হয় বিচার করেন।
তখন ওমর (রা.) তাকে বললেন, আল্লাহ তোমার বিষয়টি গোপন রেখেছেন, যদি তুমি নিজেকে গোপন রাখতে! এ কথায় নবী করিম (সা.) কোনো বাধা দেননি। তখন লোকটি উঠে চলে গেল। তারপর নবী করিম (সা.) আরেকজন লোক পাঠালেন তাকে ডেকে আনতে এবং এ আয়াতটি পাঠ করলেন, ‘দিনের দুই প্রান্তিক সময়ে ও রাতের প্রথম ভাগে নামাজ আদায় কর। নিশ্চয় ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে দূর করে দেয়। এটা জিকিরকারীদের জন্য উপদেশ।’ (সুরা হুদ : ১১৪)।
তখন গোত্রের এক লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসুল, এটা কি তার জন্যই বিশেষভাবে নির্দিষ্ট? তিনি বললেন, ‘বরং সব মানুষের জন্যই।’ (মুসলিম)।
প্রমান সামনে আসা পর্যন্ত অন্তত অপেক্ষা করা উচিত ছিল কারো বিপক্ষে এমন কালিমা লেপনের আগে৷ আমি আবারো এই ঘটনার নিন্দা জানাচ্ছি৷
২| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৪১
লেখাজোকা শামীম বলেছেন: মামুনুল হকের সাথে সহবত করা মহিলা অন্য এক লোকের স্ত্রী। জনৈক জাফর শহীদুল ইসলামের স্ত্রী। এই হুজুররাই তাদের ওয়াজে অশ্লীল ভাষায় নারীদেহের বর্ণনা করে বলেন, দুই জন বিবাহিত নর নারীর জেনা করার শরীয়তী শাস্তি হইল পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। উনাদের দাবীকৃত শরীয়তি আইন থাকলে আজকে মামুনুল হক নিজেই মৃত্যুদণ্ড খেতেন। উনাদের সমস্যা হল, সব শরীয়তি আইন অন্যের জন্য প্রযোজ্য, নিজের জন্য কোন আইন নাই।
৩| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১১:০২
ফটিকলাল বলেছেন: এ কেমন আলেম যিনি নিজের স্ত্রীর কাছে মিথ্যাচার করে! এরকম মিথ্যাবাদী আলেমের পেছনে নামাজ পড়াটা কি জায়েজ?
৪| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৩৫
চাঁদগাজী বলেছেন:
এই ময়লার সাথে কোন মেয়ে আবার শুইতে গেলো?
৫| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৩৬
চাঁদগাজী বলেছেন:
বেশ্যা ব্যতিত এই ময়লার সাথে কে শুইতে যাবে?
৬| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৩৮
চাঁদগাজী বলেছেন:
সে বেশ্যা গমণ করে,ইহা কেহ জানতো বলেই তাকে অনুসরণ করেছে।
৭| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৪৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: যে মুমিনদের পাপ গোপন রাখে আল্লাহ তার পাপ গোপন রাখেন।অনেককে দেখা যায় মুমিনদের দাঁড়িতে ধরে টানতে টানতে থানায় নিয়ে যায়,এটা ঠিক না।
৮| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: মামুনুল হোক পুরো হেফাজতকে লজ্জায় ফেলে দিয়েছে।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১২:০১
জিকোব্লগ বলেছেন:
হেফাজত = দেশী তালেবান। জিহাদ শেষে তাদের
মউজ-ফুর্তির জন্য অনেক মেয়েই রেডি আছে।
"
আসসালামু আলাইকুম
ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
পুরো বিষয়টা আমি তোমাকে সামনে এসে বলব। ওই মহিলা যে ছিল সে হলো আমাদের শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ। ওটা নিয়ে সেখানে পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে, এটা বলা ছাড়া.... আমাকে ইয়ে করে ফেলছে-বুঝছো?
আচ্ছা, বাসায় আসেন, তারপর যা বলার বইলেন
বলুম তো, তুমি বিষয়টা.. অন্যান্য কথা অন্যদের বলতে হবে। পরিস্থিতি এমন হয়ে গেছে। তুমি আবার মাঝে অন্যকিছু মনে কইরো না। তোমাকে কেউ জিজ্ঞেস করলে বলবা, হ্যাঁ, আমি বিষয়টা জানি।
ঠিক আছে
যুগান্তর : প্রথম স্ত্রীর সঙ্গে মামুনুল হকের ফোনালাপ ফাঁস "
১০| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১২:৩৪
মেহেদি_হাসান. বলেছেন: ওনাদের জন্যে ওনার অনুসারীরা জীবন দিয়ে দিচ্ছে মা সন্তান হারানোর বেদনায় আহাজারি করছেন আর উনি গেছেন নারী নিয়ে ফূর্তি করতে
এই ঘটনার জন্যে আবার কতো বোকার(অন্ধ অনুসারী) লাশ পরে কে জানে!
১১| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১২:৫৮
জগতারন বলেছেন:
- এই শালার পুত, মামুনুল হক-এর কথার কি চিন্তাশীলতা এবং প্রজ্ঞা আছে ?
- পৃথিবীব্যাপী কোন মুসলমান দেশে ভার্স্কজ্য নেই (!)
- মামুনুল হক বা তার বাপ, কেউ দেখাতে পারবে ?
- আর মামুনুল হক দেশের কোন নির্বাচিত নেতা ?
- বাংলদেশ কি ইসলামিক আইনগত ভাবে নির্বাচিত প্রজাতন্ত্র না গনপ্রজাতন্ত্র ?
- তবে সে কে "বাংলাদেশে ভার্ষ্কজ্য থাকবে না" এ কথা বলার ?
- মামুনুল হকের সভায় তার মত ছাগল ছাড়া আর কোন আধুনীক শিক্ষায় শিক্ষিত প্রজ্ঞাবান, বিবেক সম্পন্ন জ্ঞানী কোনও লোক যায় ?
- মামুনুল হক যা বলে তা সবই ঐ দাড়ি, টুপি, জোব্বা ও জিব্বার জোরেই বলে।
(কারন আমরা মুসলমানদের ঐ দাড়ি, টুপি, জোব্বা অর্থাৎ মুসলমানী লেবাসের প্রতি দুর্বলতা আছে।)
- মামুনুল হক দেখতে কালো গন্ডারের মতো মোটা, তাজা ও কুৎসিত। এবং
- তার ভাষন গলা ভাঙা কালো কাকের ডাকের মতই কর্কশ এবং বিরিক্তিকর।
- মামুনুল হকের মতো এ সমস্ত ছাগল ওয়াজি’রা কি দেয়
বাংলাদেশের অর্থ জগতে ?
- কিচ্ছুইনা,
- শুধু দেশের জনগনের কঠিন পরিশ্রমের অর্থ নেয়।
- লক্ষ করে দেখুন প্রত্যেক টি ওয়াজী কোটীপতি।
- এরা কী জানে;
- মেধা, জ্ঞান, কোশল, প্রত্তুম্পন্নিতা ও পরিশ্রম করে টাকা কামাইতে কী করা লাগে একজন লোকের ?
- দিনের পর দিন শুধু বসে বসে খায় আর শুধু বকর বকর করে,
- হেলিকপ্টারে করে দেশের এখানে সেখানে যায় আর
অভদ্র গোড়া ভাষায় ওয়াজ করে,
- একে অপরে নিন্দা, এবং
- হিংসা করে বিদ্বেষ ছড়ায় আর কোটীপতি হয়।
- এরা বিবেকবান মানুষ হলে গরীব দেশের জনগনের টাকায়
হেলিকপ্টারে করে ওয়াজে যেতে পারে না।
১২| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১:২৬
সিগনেচার নসিব বলেছেন: এই অবস্থা !!
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১:৪৭
রানার ব্লগ বলেছেন: সব পাকি ঘরে ফেরে, এটাই নিয়ম!!!
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ১১:০১
নেওয়াজ আলি বলেছেন: দেশটায় চলছে সার্কাস ।
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০২১ সকাল ১১:১১
নতুন বলেছেন: সকালে হুজুর বলেছেন যে তিনি এই বিবাহের কথা গোপন রেখেছিলেন তাই তার প্রিয় চেলারা জানতেন না।
ওডিও তে দেখা যাচ্ছে তিনি তার স্ত্রীর কাছেও গোপন রেখেছিলেন এই মানবিক বিবাহের কথা।
ভন্ডদের কিভাবে মানুষ ধর্মীয় নেতা বানায় বুঝি না।
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: এইসব ভন্ডদের আস্ফালন বন্দ হওয়া দরকার।
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৮
রানার ব্লগ বলেছেন: লোকজন খুবই বেরসিক, হ্যায় ব্যাডায় একটু জান্নাতি কার্যক্রমের প্র্যাকটিস করছিলো তাতেও বাধা দেয়
১৮| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উবাইদুল্লাহ ইবনু মুআয আল আম্বারী (রহঃ) ..... হাফস ইবনু আসিম (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য
এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তাই বলে বেড়ায়।
মুহাম্মাদ ইবনু আল মুসান্না (রহঃ)-এর সূত্রেও
হাদীসটি বর্ণিত হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
মোল্লা বউ/গার্লফ্রেন্ড নিয়ে রিসোর্টের হোটেলে? ধর্ম উঁচু পদের মোল্লাদের জন্য ভালো জিনিষ