![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
তোমার কাছে যেমন আল- কোরআন পবিত্র জিনিস, ঠিক একজন হিন্দুর কাছে পূজার বেদীও ততটাই পবিত্র৷ বরং তোমার কোরআন পূজার বেদিতে ততটাই অবাঞ্চিত, অসূচি ঠিক যতটা মসজিদে ইমামের মিম্বারে গীতা বা মহাভারত বেমানান৷
২| ১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০২
চাঁদগাজী বলেছেন:
আপনার এই ১ লাইন দিয়ে একটা বই বের করে ফেলুন এবারের বই মেলায়।
৩| ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
ধর্ম সত্য হলে ধর্ম মানুষকে ব্যাক্তিকে রক্ষা করার কথা। কিন্তু দেখা যাছে উলটো।
মানুষকেই ধর্ম রক্ষা করতে হচ্ছে।
শুধু তাই না মিথ্যা বানোয়াট কাহিনী তৈরি করে, ভুয়া ফটোশপে আল্লার মহিমা প্রচার করে, এমনকি পবিত্র গ্রন্থকেও ব্যাবহার করছে মিথ্যা কাহিনী তৈরি করতে ।
৪| ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: It's possible. Just believe in it. Manoosh first then religion.
৫| ১৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৩
বিটপি বলেছেন: যেখানে মুসলিমের যাওয়াই হারাম, সেখানে কোরআন যায় কি করে? উত্তর একটাই - অবমাননার জন্য এবং উত্তেজনা সৃষ্টি করার জন্য।
৬| ১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:৫০
কামাল১৮ বলেছেন: @ বিটপি,মন্দিরে যাওয়া হারাম হলে মন্দির ভাঙ্গতে যায় কি ভাবে।সে ভাবেই কোরান নিয়ে মন্দিরে যায়।
৭| ১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ৮:৩২
বিটপি বলেছেন: @কামাল১৮, আপনার কোন প্রশ্নের উত্তর দেবার রুচি আমার নেই। তারপরেও যেহেতু কৌতুহলী হয়ে প্রশ্ন করেছেন, উত্তরটা দিয়েই দেইঃ
- মন্দির যারা ভাংতে যায়, তারা কোন অবস্থাতেই খাঁটি মুমিন বা মুসলিম নয় - আল্লাহ কুরআনে কোথাওই বলেননি অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় ভাঙতে বা তাদের উপাসনায় বাধা দিতে। মন্দির তারাই ভাঙ্গে, এতে যাদের কোন না কোন স্বার্থ জড়িত আছে।
- মন্দির ভাংতে হলে মন্দিরে প্রবেশ করা লাগেনা। বাইরে থেকেই ভাঙ্গা যায়। বাবরী মসজিদ বা দিল্লী জামে মসজিদ যারা ভেঙেছে, তারা কেউই মসজিদের ভেতর ঢুকেনি। বাইরে থেকেই ভেঙেছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:২০
নতুন বলেছেন: সমস্যাটা কোরান গীতায় না। সব ধর্মের গ্রন্হ পাশাপাশি রাখতে পারেন এরা মানুষ খুন করবেনা। ঝামেলা বাধাবেনা।
সমস্যা অনুসারীদের এবং অন্ধঅনুসারী যারা ভুল ধর্মীয় নেতাকে অনুসরন করে তাদের মাঝে।