![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
অনেকের ধরনা আছে স্ত্রী তালাক দিলে কাবিনের টাকা দিতে হয় না৷ এটি ভুল৷ মেয়ে তালাক দিলেও দেনমোহর দিতে হয়৷
২| ২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৭
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অবশ্যই পাবে । কারণ দেনমোহর ত্রী'র হক ।
দেনমোহর কবুল পরার পরেই স্ত্রীর হাতে দিয়ে দেওয়া উচিত । সে ক্ষমতা না থাকলে বিয়ে করা যাবে না । দেনমোহর কোন দোকানের পণ্য নয় যে, বাকিতে রেখে বাসর ঘরে প্রবেশ করবেন । নির্ধারিত দেনমোহর স্ত্রীর হাতে বুঝিয়ে দিয়েই স্ত্রীকে স্পর্শ করতে হবে । অন্যথায় বিয়েকে হারাম ই বলা চলে । কারণ এতে আল্লাহ্ র হুকুমের ব্যর্থয় ঘটে । তাই তালাকের সাথে দেনমোহরের কোন সম্পর্ক নেই ।
৩| ২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৬
শেরজা তপন বলেছেন: এটা যেহেতু আগে-ভাগে দেবার নিয়ম সেহেতু আগে দিলেই ল্যাঠা চুকে যায়!
বাকি রাখার সিস্টেম যে কোন ধুরন্ধর করেছিল
৪| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: তালাক ও দেনমোহরের সাথে ইসলামের সম্পর্ক আছে (মুসলিমের ক্ষেত্রে)।
সাধারণত ইসলামে স্ত্রী তালাক দিতে পারবে না; কিন্তু কোন বড় ধরণের সমস্যা হলে মেয়ে খোলা তালাক চাইতে পারে।
দেনমোহর আসলে প্রথমেই দিয়ে দিতে হয়। কিন্তু আমাদের সমাজে ইচ্ছা করে দেনমোহর ছেলের সামর্থ্যের বাইরে ধরা হয়। সবাই মনে করে দেনমোহরতো এখন দিতে হবে না; মরার আগে বা তালাক দিলে তখন দিতে হবে!
যাই হোক, খোলা তালাকের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে। বড় কোন ইসলামী স্কলারের সাথে সেগুলি আলোচনা করে নেওয়া যেতে পারে।
৫| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:০২
সাসুম বলেছেন: ইসলামে স্ত্রীর তালাক দিবার অধিকারই নাই।বড়জোর তালাক চাইতে পারে। সো প্রথম আলাপ অর্থাৎ স্ত্রী তালাক দিলে - এটা ভুল বা ভ্রান্ত স্টেটমেন্ট।
এবার দেনমোহর- এটার সাথে তালাকের কোন রিলেশান নাই। বিয়ে কবুল হবার অন্যতম শর্ত হল দেনমোহর পরিশোধ করা। এটা বিয়ের সাথে সাথে পে করে দিতে হয়। এখন পুরুষ পে করেনাই সাথে সাথে বরং বাকী রাখছে সে জন্য বউ খালি তালাক না, আরো ৪ টা বিয়ে করলেও পুরুষের উপর থেকে মাফ হবেনা।
ধরা যাক- স্ত্রীকে দেনমোহর এখনো পে করা হয় নাই, বাট স্ত্রী মারা গেল। স্ত্রীর পরিবারের হাতে এই টাকা পে করার বিধান আছে।
ধরা যাক- স্বামী মারা গেল দেনমোহর পে না করেই, স্বামীর সহায় সম্পত্তি বিক্রি করে আগে স্ত্রীর দেনমোহর পে করতে হবে। সহায় সম্পত্তি না থাকলে, স্বামীর আত্মীয় স্বজন রা পে করবে এই দেনমোহর।
মোদ্দা কথা, দেনমোহর একটা ঋন এবং এটা স্ত্রীর পাপ্য, হোক স্ত্রী না থাকুক, হোক ৫০ বছর পার হোক, হোক স্ত্রী মারা যাক, হোক স্বামী মারা যাক- ঋন মাফ নেই ইসলামের নিয়ম অনুযায়ী
৬| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩৬
তানজীল ইসলাম বলেছেন: দেশের বিভিন্ন অঞ্চলে টাকার অংকটা বাড়িয়ে পুরোটাই বাকি রাখার প্রচলন আছে।
মেয়ের পরিবারের বক্তব্য ইহা সিকিউরিটি মানি।
৭| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:০৭
রানার ব্লগ বলেছেন: আপনারা এখনো বিবি তালাক আর স্বপ্নদোষে গোসল জায়েজ কিনা এটা নিয়ে পরে আছেন। নজরুল ভুল কিছু বলে যায়।
৮| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ইসলামি শরিয়া অনুযায়ী;
স্ত্রীর যদি স্বামীর উপর কোন অভিযোগ না থাকে তারপরও তাদের মধ্যে মহব্বত তৈরি হচ্ছে না এবং স্ত্রী স্বামীর সাথে থাকতে চাচ্ছে
না। এই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী একমত হয়ে খুলা অথবা তালাক ঘটাতে পারে। সেই ক্ষেত্রে স্বামী দেন মোহরের সমান, কম বা বেশী টাকা বা অর্থ স্ত্রীর কাছে দাবি করতে পারে। উভয়ে সম্মত হলে তারা শর্ত মেনে পৃথক হয়ে যেতে পারবে। অন্যান্য ক্ষেত্রে স্বামী অবশ্যই মোহর পরিশোধ করতে বাধ্য।
স্বামীর ক্ষেত্রে সুবিধা হোল, সে চাইলে স্ত্রীকে বিনা কারণে তালাক দিতে পারে। এটার জন্য তার কোন পার্থিব শাস্তি নাই। কিন্তু পরকালে অকারণে তালাক দেয়ার জন্য তাকে কঠিন শাস্তি পেতে হবে। স্ত্রীর ক্ষেত্রে তালাক দেয়ার ক্ষমতা স্ত্রীর নাই। উপরের পদ্ধতিতে অথবা যদি তার উপর অন্যায় করা হয়ে থাকে বা তার অধিকার নষ্ট করা হয়ে থাকে সেই ক্ষেত্রে ইসলামি বিচারালয়ের সাহায্য নিয়ে সে পৃথক হতে পারে। উপরে প্রথমে উল্লেখিত ক্ষেত্র ছাড়া স্বামী মোহর পরিশোধ করতে বাধ্য।
৯| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৮
রানার ব্লগ বলেছেন: আপনারা এখনো বিবি তালাকে দেনমোহর লাগে কি লাগে না আর স্বপ্নদোষে গোসল জায়েজ কিনা এটা নিয়ে পরে আছেন। নজরুল ভুল কিছু বলে যায় নাই ।
১০| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: দেনমোহর ছয় লাখ টাকা আমি বিয়ের পর দিনই দিয়েছি।
১১| ২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
পোস্টের বিষয়বস্তু পরিস্কার না। আপনি আ্পনার ইউটিউব ভিডিও ও চ্যানেলে ভিউ বাড়াতে চাচ্ছেন নাকি দেনমোহর নিয়ে চিন্তায় আছেন? ঝেড়ে কাশি দিন।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৫
সোবুজ বলেছেন: ইসলামে স্ত্রীর তালাক দিবার অধিকারই নাই।বড়জোর তালাক চাইতে পারে।