নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

জমির নামজারি বা খারিজ করতে কত টাকা লাগে?

২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:২৭



যখন কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান বৈধভাবে অথবা আইনগতভাবে ভূমি বা জমির মালিকানা অর্জন করে সরকারি রেকর্ডে মালিকানার নাম হালনাগাদ করা হয়, আইনি ভাষায় যাকে বলা হয় নামজারি। অর্থাৎ, নামজারি বা মিউটেশন অর্থ হলো বর্তমানে থাকা খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে নতুন একটি খতিয়ান তৈরি করা

নামজারি যখন সম্পন্ন হয় নতুন নাম্বারের এই খতিয়ানটি নতুন মালিককে দেওয়া হয়। এতে নতুন মালিকের নাম, কোন মৌজা, মৌজার নাম্বর (জে এল নাম্বর), জরিপের দাগ নাম্বর, দাগে মোট জমির পরিমাণ, একের অধিক মালিক হলে তাদের নির্ধারিত জমির পরিমাণ ও প্রতি বছরের ধার্যকৃত খাজনা (ভূমি উন্নয়ন কর) ইত্যাদি বিবরণী লিপিবদ্ধ থাকে।

এখন আসি নামজারি বা জমি খারিজ করতে কত টাকা লাগে?

দালাল এর মাধ্যমে করালে দালাল অনেক টাকা চেয়ে থাকে। কিন্তু নামজারি বা মিউটেশন করতে খুব বেশি টাকা লাগে না। চলুন দেখে নেই নামজারির খরচগুলো।

নামজারির খরচঃ
কোর্ট ফি ২০
নোটিশ জারি ফি ৫০ টাকা
রেকর্ড সংশোধন ১০০০ টাকা
খতিয়ান ফি ১০০ টাকা।

সর্বমোট ১১৭০ টাকা।
আরো জানতেঃ

যখন কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান বৈধভাবে অথবা আইনগতভাবে ভূমি বা জমির মালিকানা অর্জন করে সরকারি রেকর্ডে মালিকানার নাম হালনাগাদ করা হয়, আইনি ভাষায় যাকে বলা হয় নামজারি। অর্থাৎ, নামজারি বা মিউটেশন অর্থ হলো বর্তমানে থাকা খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে নতুন একটি খতিয়ান তৈরি করা

নামজারি যখন সম্পন্ন হয় নতুন নাম্বারের এই খতিয়ানটি নতুন মালিককে দেওয়া হয়। এতে নতুন মালিকের নাম, কোন মৌজা, মৌজার নাম্বর (জে এল নাম্বর), জরিপের দাগ নাম্বর, দাগে মোট জমির পরিমাণ, একের অধিক মালিক হলে তাদের নির্ধারিত জমির পরিমাণ ও প্রতি বছরের ধার্যকৃত খাজনা (ভূমি উন্নয়ন কর) ইত্যাদি বিবরণী লিপিবদ্ধ থাকে।

এখন আসি নামজারি বা জমি খারিজ করতে কত টাকা লাগে?

দালাল এর মাধ্যমে করালে দালাল অনেক টাকা চেয়ে থাকে। কিন্তু নামজারি বা মিউটেশন করতে খুব বেশি টাকা লাগে না। চলুন দেখে নেই নামজারির খরচগুলো।

নামজারির খরচঃ
কোর্ট ফি ২০
নোটিশ জারি ফি ৫০ টাকা
রেকর্ড সংশোধন ১০০০ টাকা
খতিয়ান ফি ১০০ টাকা।

সর্বমোট ১১৭০ টাকা।
আরো জানতেঃ

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৮

রবিন.হুড বলেছেন: নাম জারি কি অন লাইনে হয়? অফ লাইনে করতে গেলে দালালদের দৌরাত্ম থেকে বাঁচার উপায় কি?

১০ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫০

মস্টার মাইন্ড বলেছেন: জ্বি ঘরে বসেই করতে পারবেন। নিয়ম জানলে কারো সাহায্য লাগবে না। খুব সহজ এবং ব্যায়মুক্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.