নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

স্ত্রীকে তালাক দিলে স্বামী কি কিমামলার সম্মুখীন হতে পারে?

১১ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৬



তালাক শব্দের অর্থ 'বিচ্ছিন্ন', ত্যাগ করা ইত্যাদি। ইসলাম ধর্মে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদকে তালাক বলা হয়। স্বামী সর্বাবস্থায় তালাক দিতে পারেন। স্ত্রী শুধুমাত্র তখনই তালাক দিতে পারবেন, যদি বিয়ের সময় এর লিখিত অনুমতি দেওয়া হয়।

তালাকের পর নারীদের কিছু অধিকার রয়েছে স্বামী সাধারনত যেগুলো দিতে টালবাহানা করে থাকেন। সেজন্য নারী তার অধিকার প্রতিষ্টার জন্য আদালতের আশ্রয় নিয়ে থাকেন। আজকে আলোচনা করব, তলাকের পর বা স্বামীর সাথে সংসার করতে না চাইলে স্বামীর নামেস্ত্রী কি কি মামলা করে সেগুলো নিয়ে।

তালাকের পর নারী সাধারনত তিন ধরনের মামলা করেন।
১। দেনমোহর আদায়ের মামলা
২। যৌতুকের মামলা
৩। নারী নির্যাতন এর মামলা।

পুঁথিগত ভাবে তিনটা আইনের তিনটা উদ্দ্যেশ্য থাকলেও বাস্তবিক ভাবে তিনটা মামলা একটাই উদ্দেশ্য সেটা হল দেনমোহর এর বাকি টাকা এবং খোরপোশ আদায় করে নেয়া। তাই স্ত্রীর দাবি দাওয়া মিটিয়ে এই মামলা থেকেবের হয়ে আসতে পারবেন।

বিস্তারিত জানার জন্য এই ভিডিও টি দেখে নিতে পারেন।
ভিডিওঃ


ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: অ আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.