নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বেখাপ্পা মানুষ । আচানক যা মনে হয় করি । মনটা খারাপ হলে আজাইরা কবিতা লিখি ।

হিজিবিজি বিজ

আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।

হিজিবিজি বিজ › বিস্তারিত পোস্টঃ

শহর

২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

এই শহর - বলেছিলো ভালোবাসা থাকে ;

কতকাল পরে

কোন বোধ তবে জাগিয়ে আমারে

দেখিয়েছে ভালোবাসা নেই ।

রাস্তার ধার ঘেষে যত সব আস্তাকুরের লোক রয়ে গেছে

তাদের কাছে গেলে মানুষ মানুষ গন্ধ নেই

এই সভ্যতার শুদ্ধতা নেই।

কেরোসিন আর মরা পঁচা ইঁদুরের ঘ্রান বুকে

কর্কট আক্রান্ত - তবু বেঁচে থাকে

আমাদের মত শ্বাস নেয় , মন থেকে মনে ভালোবাসা দেয় ।

তায় আজ বিদায় বলছি শহর

যেন কত শতাব্দী পর

কোন এক আত্মভোলা পথিকের মনে

সুখের সর্বনাশের কথা এসেছে কুক্ষণে

ঘরে ফেরার কথা

সে সব সহস্র না রাখা কথা।

ফিরে আসে পথিক - ফিরে আসে সবুজের মাঠে

ছেঁড়া কাঁথার তলে নড়বড়ে খাটে।



হঠাত হৃদয়ে শখ জাগে আমার

অন্ধ হব আজ - কৃত্রিমতাহীন শুণ্য আঁধার।

আমি জেনে গেছি —

জোছনার চেয়েও বড় সত্য নির্মম অন্ধকার ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.