![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।
আমি শুয়ে আছি -
মাথা নুয়ে নুয়ে আছে দেবদারু গাছ ।
ধূসর শহর শেষে যে পথে কেউ আঁধারের পর আসে না
সে পথে শুয়ে আছি -
এই রাত্রি দ্বিপ্রহর , জেগে আছি আমি
গায়ে লাগে মাঝে মাঝে জোছনার আঁচ।
তুমিও কি আমার সাথে কোনদিন
খোঁপায় কোন বনফুল গুঁজে
এই পথে জোছনার মাঝে
আমার ঠিক পাশে এসে শুবে?
নুড়ি আর পোড়া কয়লার আঁচরে যদিও বা হবে সঙ্গিন ।
আকাশ আকাশ তুমি নিছক অন্ধকার
মিথ্যে তুমি - নিচু অভিরুচি ভরা হৃদয় তোমার।
তবুও জানেনা কেউ -
ভালোবাসা এমনি তো রয়ে যাবে চিরকাল
সব কিছু ধুয়াশা -
তবু ডুবে যাবে মন, দেবে না সামাল।
তুমিও আকাশের মত থেকো আমার পাশে -
না হাটা এই পথে জন্মানো ঘাসে
মিশে যাক গন্ধ তোমার -
যদি জোছনাও না থাকে, তুমিও হয়ে যাও অন্ধকার
আমি তবু চিনে নেব ঠিক
তুমি আকশের মত আছো পাশে
পিচঢালা রাস্তায় জন্মানো ঘাসে
মিশে আছে গন্ধ তোমার।
23/10/2013
©somewhere in net ltd.