![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।
তার ফিরে আসার কথা ছিল চৈত্রের রাতে ; জোছনার রাতে
হেটে গিয়েছিলাম অনেকটা আশেপাশে
যদি পথ অন্ধকার থাকে - যেখানে কখনো জোছনা পৌছবে না।
তারপর অবাক হওয়ার মত আকাশের ঝুলে থাকা চাঁদের দিকে
তাকিয়েছি রোজকার মত , তবু যেন বাকি ছিল কি!
আর সেই বাকি রাখা ভালোবাসা আসবে না।
চেঁচিয়েছি খোলামাঠে এই চৈত্রের চন্দ্রিমা রাতের বাতাসে
কত সুখ ভেসে গেছে, কত লাঙল আঁচর কেটেছে
তবু কিছু ইঁদুরের বংশবিস্তারে
আবার ফসলে মাঠ ভরে ;
তবু যদি মন মাঠ বলে মেনে নেয়া যেত
তোমার অভাব তবু বার বার সে মাঠে লাঙল বুলাতো
তবুও অনেকদিন আগের কোন জোছনার রাতে
ভেবে নিতাম তুমি ছিলে আমিও ছিলাম সাথে;
তবু সব মিছে হয়, জল হয় আকশের গায় রোজ রোজ
নিশীথের অন্ধকারে লুকিয়ে রাখতে চেয়ে তোমার বিরহী আমি
কোন গাছে বসে থাকা পেঁচাটাও পেয়ে গেছে খোজ।
এমন অগাধ জোছনার চাহিদা
শুধু কি প্রেমিক যুগল?
নাকি কোন নাবিকের স্থলভাগ স্মৃতিগুলো উস্কানি দিতে বে-কূল।
আরো কিছু নগ্ন নগরীর ধারে
ফেটে যাওয়া চাঁদ দেখে উল্লাস করে বলে
' মিছে কেন আলো দাও? আমি জানি এই জোছনা
মিথ্যে ছিল, স্বপ্ন ছিল, গল্প ছিল - এক বিন্দু সত্য ছিল না। '
ফিরে আসার কথা ছিল তার
যখন চৈত্রের রাত ; মাঠেঘাটে হাটু ভেজা জল জোছনার ,
এর মাঝে দেখা হবে তার আর আমার
এমন কথাই ছিল সেদিনের কথা হল যত।
সেদিনো চৈত্র ছিল, রাত ছিল, জোছনাও আজকের মত
তবু কিছু বাকি ছিল, শ্মশান-পাখিরা একসাথে ডেকেছিল
তাই বুঝি আসলে না আর ।
30/10/2013
©somewhere in net ltd.