![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।
বাড়িওয়ালী বেশ খাটাশ শ্রেণীর মানুষ। তবুও বর্তমানে আমি ই ঘরে একমাত্র পুরুষ হওয়ার দুর্ভাগ্যে, দরজায় কড়া নাড়তে হচ্ছে। পেটের ভেতর মাঝে মাঝে গরর গরর শব্দ হয়, তেমন শব্দ শুনেই বুঝলাম আর পনেরো সেকেন্ডের মাঝে দরজা খুলবে। আমিও যুদ্ধের জন্য প্রস্তুত।
খটাং করে দরজা খুলে গেল। হতাশায় না কি আশায় আমি হঠাৎ করেই স্লো মোশনে চলে গেলাম। যেন খুব ধীরে ধীরে স্বর্গের দুয়ার খুলে দিচ্ছে কোন মানবী হুর।
এবং কিছুক্ষনের মাঝেই ভ্রু কুঁচকিয়ে ' কাকে চাই?? '
' সরি, না মানে, আমরা নতুন ভাড়াটিয়া। চাবি লাগবে। ' অভ্যাস মত বত্রিশ টা দাঁত বের করে দিলাম।
' দাড়ান, নানীকে ডাকি '
ঠাস করে মুখের সামনে দরজা লাগিয়ে দিল। আমিও একদলা কফ ফেলে দিলাম সিঁড়ির পাশে টবে। বনসাই বট। বেচারা বাড়তে চাইলেও বড় হবে না।
আবার খুট করে খুব যত্ন নিয়ে দরজা খুলছে কেউ। আমি আবারো একজন যোদ্ধা
' জ্বী, আসসালামু আলাইকুম। না মানে, চাবি টা দিবেন? ছাদে যাব। '
' কেন? ছাদে যাওয়া নিষেধ জানো না? '
' না মানে এন্টেনা লাগাবো, টিভির জন্য '
মহিলা বেশ অবাক হল। তার থেকে বেশি হল তার নাতনী। লজ্জা লজ্জা লাগছে তবুও আবার আরো বেশি বিনয়ী হয়েই বললাম
' জ্বী, চাবিটা দিতেন যদি , খেলা দেখবো '
' না, ছাদের চাবি দেয়া যাবে না। '
বেশ বিরক্ত লাগছে। আর কয়েক মিনিট পরেই খেলা শুরু হয়ে যাবে।
' ও, আচ্ছা' বলেই চলে আসলাম ঘরে।
ভুলেও কারো ভালো লাগে যদি , গল্প চলবে
©somewhere in net ltd.