নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বেখাপ্পা মানুষ । আচানক যা মনে হয় করি । মনটা খারাপ হলে আজাইরা কবিতা লিখি ।

হিজিবিজি বিজ

আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।

হিজিবিজি বিজ › বিস্তারিত পোস্টঃ

আমার সময়

২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৯

কোন এক পৃথিবীর পথে
আমি রয়ে যাবো - বিকেলের এক জোড়া শালিকের পালকের নিচে
উষ্ণ হৃদয়ের কাছে
এতটুকু হৃদপিন্ডের স্পন্দনেও আমি বেঁচে রব।
সেই পুন্ড্রের অন্ধকার আজো রয়ে গেছে
আমাদের চোখের ভেতর
জোছনার মতন প্রতারক কিছু শহরের আড়ালে।
০৫/০৩/১৫
একদিন আলো আসা ঠিকই শেষ হবে
শেষ তারাও পরিচিত হয়ে যাবে।
আমাদের মত — পৃথিবীর পথিকেরা যত
চেয়ে রই আকাশের তলে
আমাদের সুখ হয় অযথাই ছলে।
৬ মার্চ - ২০২২।
শুভ্রতায় যে গভীরতা রয় – অন্ধকার তাও দিতে পারে
একপাশে ভালোবাসা হয় — ভীর হলে কে বুঝে আঁধারে?
আমাদের বোধহয় — পথ সব অন্ধকারে যায়
পাশে রেখে ভালোবাসা-আলো-সর্বসুখ
আমরা হেটে চলি - আমাদের মানসিক অসুখ।
২৪ মার্চ - ২০২২
অন্ধকারের গভীরতায় আমাদের ম্লান হওয়া ভালোবাসা রয়
জোনাকির মত মৃদু আলোয় তারে আমি দেখি।
তুমি কভু জেনেছ কি? আমার কবিতার ভার,
আমার গলায় আটকে থাকা সুর সহস্রবার
আমি অন্ধকারেই গাই ; আমি অন্ধ হয়ে যাই,
তুমি চলে যাও সাদা শুভ্রতায় — আমায় করে ক্ষয়।
৬ এপ্রিল ২০২২

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৪

অধীতি বলেছেন: কি সুন্দর।
ছোট ছোট কবিতায় কত সুন্দর মনোহরণ।

২| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪০

জ্যাকেল বলেছেন: নোটঃ প্রথম পাতায় একসাথে দুই পোস্ট থাকা ব্লগ নীতিমালার সাথে যায় না।

২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৪

হিজিবিজি বিজ বলেছেন: অনেক বছর পরে আসছি তো ভাই , লেখা গুলো পোস্ট করে যাচ্ছি । কিভাবে কি হচ্ছে সেটা তো জনিনে । আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

৩| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৫

হিজিবিজি বিজ বলেছেন: আমার মাথাটাই এভাবে কাজ করে ভাই । কি আর করা :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.