![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।
তোমার এই শহর শেখায়েছে
হৃদয়ের গভীরে রয়েছে আরেক হৃদয়।
সে হৃদয়ে না আছে প্রেম-সুখ-দুঃখ
না সে চায় কিছু কভু - চাওয়াতেই ভয়।
তোমার হৃদয়ও কি আমার মত
দুই ভাগে বাস করে, লুকায় ক্ষত?
নাকি তার চাহিদারা সব কিছু জুড়ে দেয় রোজ
ব্যস্ত নগরে - নাগরিক সেঁজে সুখ করে খোজ?
এই এক জীবনের আগেও জীবন আমার,
এই এক মৃত্যুর পরেও মৃত্যু আমার।
তুমি এই জীবনের আগেও ছিলেনা নারী
মৃত্যুর পরে এমনিতেই হয়ে যাবে আড়ি।
এক ভাগ হৃদয়ে হয় অন্ধকার
এক ভাগ আলো হয় পথ দেখবার
শুধু আর দুই কদম এগুবার ছলে।
২ ফেব্রুয়ারী - ২০২২
©somewhere in net ltd.