![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।
১.
আমার কোথাও কোনো শ্রেষ্ঠত্ব নেই - আমার রয়েছে শুধু মানব জীবন
অনেক আগাছা ভরা হৃদয়ের ভারে - অনেক আঁধারে
কেউ আমায় বলেনিতো - ঘুমাও এবার, ঘুমাও কতখন।
আমি আলো চিনেছিলাম - অনেক নগরে-বন্দর-মাঠে
অনেক ঘুমিয়ে আমি অলসের মত এবার
জাগছি রাত বাঁদুরের সাথে।
২.
রোজ সন্ধ্যার হয়। পাখিরা রোজ রোজ মনে রাখে পথের দিশা
হয়ত আমার ভোর ফুরিয়েছি বহুকাল আগেই
এতটুকু নিশ্চিত জেনে গেছে বোধ
রয়ে যাবে অনন্ত অন্ধকার নিশা ।
তবু যদি কোন নারী - তোমার মতন হতো শুধুই আমার
ভুলে যেতাম ভোর - সন্ধ্যার অন্ধকারও ভুলে যেতে পারি
তাই ভেবে বসে আছি - জেগে থাকি রোজ
কবে হবে তার সময় আসার।
৩.
নক্ষত্র দূরে যেতে শিখিয়েছে -
শিখিয়েছে কল্পনায় পারি দেওয়া
আকাশ ছাড়িয়ে কোন অন্য পৃথিবীতে
রোজ রাত কাটে - মাশারীর ভেতর মাশারীটাকে আকাশ ভেবে
তার বাইরেই রয়েছে আমার গড়া অন্য পৃথিবী -
সেখানেও আছি আমি - শহর - ইট পাথরের ঘর -পথ- নদী পার
একপাশে ভোর হয় রোজ , একপাশে রোজ হয় অন্ধকার ।
৪.
আমার এই মানুষের দেহ - বৃথা যাবে - শুধুই শোকাবে
ক্ষুধার্ত হৃদয় জলদি বুড়িয়ে যাবে - তোমার অভাবে।
যৌবন থাকার সময় থাকতে তাই চিৎকার করি - শোন গো নারী
এই প্রেম অনন্ত না-ও হতে পারে
তবু মিছে নয় শুধু ক্ষুধার তাড়না -
হাত ধরে থাকো নারী
অন্ধকার নেমে যাবে রোজকার মত - রোজকার অবহেলা আর কুচকুচে ঘৃণা ।
৫.
কতকাল দেখি নাই —
গতকালই মনে পরেছিলো আবার তারে ।
তাঁর বাধা খোঁপায় তখনো আমার দেয়া ফুল গোজা ছিল
তাঁর গায়ে আসমানি শাড়ী -
বসে ছিলো সে রোজকার মতো কুয়োটার পাড়ে।
১০ নভেম্বর ২০১৩ ,
মিরপুর, ঢাকা।
©somewhere in net ltd.