নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বেখাপ্পা মানুষ । আচানক যা মনে হয় করি । মনটা খারাপ হলে আজাইরা কবিতা লিখি ।

হিজিবিজি বিজ

আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।

হিজিবিজি বিজ › বিস্তারিত পোস্টঃ

হেমন্তের শেষে

২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৯

আমাদের বয়স বাড়ে - সময়ের ভারে ক্লান্ত হয় প্রাণ
হেমন্তের মত আমরা হারাই ; কুয়াশার ঘ্রাণ
আর সকালের মৃদু বাতাসের ঢেউ
আমি ভেসে যাই তাতে - হয়ত অন্য কেউ
বুঝে গেছে আমাদের মত - দিয়েছে প্রমান।
পৃথিবীর যা কিছু হয়েছে জানা
আমি তার কিছুই জানিনা
তবু চোখ মেলে চাই — আড়ি পেতে শুনি তার আনাগোনা।
সে আসে চৈত্রের রৌদ্রের শেষে — পশ্চিমের লালচে আকাশে
তার মুখ দেখি আমি সন্ধ্যার আলোয় — ভালোবেসে।
চোখে চোখ কভু আর হয়না মিলন
সন্ধ্যার শেষে জোনাকির মত সে করে বাহানা।
পাশাপাশি অন্ধকার পোহাই হৃদয়ে ; তারপর কিছুক্ষণ পরে
অনেক বছর আগের মত আবার ধানসিঁড়ি নদীর তীরে
অন্ধকারে তুমি দূরত্বে হারাও — মস্তিষ্কে হয় রক্তক্ষরণ

১৮ এপ্রিল - ২০২২

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.