![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।
অন্ধকার ঘনায়ে আসছে রাতে - প্রিয় কুয়াশায় স্বপ্ন তলিয়ে যায়
ব্যর্থ কবি কবিতায় আওরায় - কামনার পাপ কাটাকাটি হতাশায়৷
নিছক আশা - গম্ভিরতায় ভালো থাকা বেমানান
ট্রামের তলায় সুখের চাহিদা পেয়ে
কবি চলে যায় - কবিতায় রেখে প্রাণ।
মৃত্যু কামনা যাতনা বাড়িয়ে দিচ্ছে
হাজার বছর জমানো কবির কিচ্ছে
বুলি আওরিয়ে - এই জমানার কবিতায় সে বিলুচ্ছে।
জীবন অমর স্বপ্নের মত যত পথ দিয়ে পাড়ি
লেবুর গন্ধ মনে লয়ে সুখে - তেতো হয় জলগাড়ি।
রাত বাড়ে - আলো ফিরে ফিরে আসে রোজকার মত ভোর
ভালোবাসা হয় - ভ্রমের জীবন অভাবেই রয় আলোর।
পরিশেষ বলে যা কিছু রইলো আলোকবর্ষ দূরে
না জেনে শুনে প্রিয় কুয়াশায় হিমায়িত শরীরে
হেটে হেটে যায় - গভীর কথায় ভাজে ভাজে ভরা সুখে
অচল শব্দে হাজার বছরে জং ধরে গেছে বুকে।
৩০ নভেম্বর - ২০২১
©somewhere in net ltd.