নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বেখাপ্পা মানুষ । আচানক যা মনে হয় করি । মনটা খারাপ হলে আজাইরা কবিতা লিখি ।

হিজিবিজি বিজ

আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।

হিজিবিজি বিজ › বিস্তারিত পোস্টঃ

মশারির ভেতর

২০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২০

তবুও রাতগুলো শিশিরের খোঁজ করে ফিরে
লেম্পপোস্টের তলে ইটের সলিং ধরে বহুদূর আলো চলে যায়
নির্বাসনে যে পথিক চলে গেছে দুঃখে কিংবা সুখের আশায়
আমিও কি তার পিছু নেব? তোমার নিষ্প্রভতা বিষাদ জাগায়।
দূরের তারার মত আরো কতদূরে আছে -রয়ে গেছে অলক্ষে
কত নারী - ক্ষুধার্ত ক্রোধ - পিপাসা
কার্তিকের রাত শেষে তবু যেন মৃত শামুকের মত
বদ্ধ হৃদয়ে গেঁথে রয়, তোমার ঘৃণার চাকুর মত মনে হয়।
আমার অন্ধকার চার দেয়ালের ঘরে - আমার হতাশায়
আর বুঝি নেই পৃথিবীর ঘাস - শুকনো পাতার
কিছু যদি না থাকে সুখ বুঝাবার এই বিপাশার তীরে
আমিও অনেকের ভীড়ে দেখি - কেউ কেনইবা হারায়
সব একলা তারার মত একদিন পৃথিবীর আকাশ সাঁজায়।
বিষণ্ণ আধখানা চাঁদের আলোয় ঘাড়ভাঙা পথের দু-ধারে
গাছ গুলো নিঃশ্বাস নেয় বুঝি চুপিসারে - শত বছরের বয়সের ভাড়ে
হেলে পরে স্থীর সব পথিকের মত পৃথিবীর পথে পথে দাড়ায়।
চারকোণা মশারির তলে আমার পৃথিবী আকাশ বানায়
কেউ নেই আর আক্রোশ বা আকুলতার
কেউ নেই মানে খুঁজে যাবে শেষ কটা নিরর্থক কবিতার।

১০ এপ্রিল - ২০১৪


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.