নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বেখাপ্পা মানুষ । আচানক যা মনে হয় করি । মনটা খারাপ হলে আজাইরা কবিতা লিখি ।

হিজিবিজি বিজ

আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।

হিজিবিজি বিজ › বিস্তারিত পোস্টঃ

সুখি পথিক

২০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৫

মহাকাব্যের শুরতে কিছুই ছিল না
একটা সাদা কাগজের মাঝে
ব্রহ্মাণ্ডের সুপ্ত বাসনা
ভালোবাসা জেনে বুঝে করেছে কামনা
পরম চেতনা তাকে মুক্তির স্বাদ এনে দিয়ে
দিয়েছে স্রষ্টার সুখ মুর্খ হৃদয়ে

এখন অনেক দূরে মায়ান ঘোড়ার পিঠে চড়ে
পথিকেরা খুজে খুজে হাহাকার করে যায়।
অন্ধকার একাকার হলে
মনে পড়ে কবিতার লাইনের মানে
সবাই-ই সব কিছু জানে
এই পথ বহুদূর চলে গেছে আমাদের ছেড়ে।

অকপটে সুপ্রাচীন চিহ্নের দাগ ফেলে
এখনও পথিকেরা আলোর অভাবে
হাতরায় পথ।
সোনালি আভার ঘোর মনে রেখে
মুক্তির অসুখে হয়েছে কাতর
গড়েছে মহান সুখী পাথরের উপর পাথর।

২২ নভেম্বর - ২০২০

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.