![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।
ইক্ষু দানার খোঁজে পিঁপড়ের দল
দিন রাত্রি অবিরাম বয়ে ফেরে ভার
নিশ্চিত হতে চায়, ভবিষ্যৎ আন্দাজি গোছায়।
কতশত পদপৃষ্ঠে বলি হয়ে আর
কবে হবে সুনিশ্চিত আগামীর ফল?
কেউই কারো নয়, ভালোবাসা দিয়ে নয়
চাহিদার টানেই, পিঁপড়েরা জানে সবই মেকি
একসাথে পথ খুঁজে পৃথিবীর সমস্ত বুকে
লড়াইয়ে এগিয়ে গেছে কেউ, কিছু বাকি রেখে।
জীবনের মানে নেই তবু হয় জীবনের বিনিময়
সমস্ত সত্য সুখে উল্লাসে কেপে উঠে সভ্যতা
সময়কে ক্ষুদ্র ভেবে মহানুভব ইক্ষু দানার জয়।
১৯ নভেম্বর, ২০২০
©somewhere in net ltd.