![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।
আমার সমুদ্রের গভীরে ডুবে যেতে ইচ্ছে করে খুব
কি এক নরম শীতলতা ধীরে ধীরে গ্রাস করে
তাহার ভেতরে শান্তি জানি আমি পাবো খুজে ঠিক৷
কোন নাবিকের পিছু নেয়া যেত
তবু আমি ব্যস্ততার ভাণে তাকাইনা ওদিক।
এই শহর দুপায়ে দুহাতে আমার বুকের পাজরে
শেকল পড়িয়ে শিখায়ছে জীবন আমার পরিকল্পিত।
তাই পরাবাস্তবতা আমাদের মস্তিকের স্রোত বুঝে নিক
বাস্তব সময়ের সমস্ত দোহায় ফুরালে পরে ঘুমাই অলিক।
২৭ মে, ২০২২
কি এক অচেনা অসুখে মুমূর্ষু শরীর-হৃদয় ।
এই নিয়ে রাত-দিন কাটে
নিশ্চিন্ত মস্তিষ্ক জানে
কি আছে ললাটে।
হয়ত দীর্ঘ হবে চলতি জীবনে
হয়তবা এক মুহুর্তে সর্বসুখে ক্ষয়।
এসময় নিজের ভেতরে
খুঁজে নিতে হয়।
২৭ শে মে, ২০২২ রাত ১১:৫৪
হিজিবিজি বিজ বলেছেন: ধন্যবাদ কবিতাটি পড়ার জন্যে ।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০২২ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।