![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।
একদিন জীবনের রঙ নীল সাগরের ফেনার মত হয়ে
নাবিকের চোখ যে স্থলের খোঁজে নক্ষত্রের হিসাবে রয় চেয়ে
তার মত আমি স্থীর হয়ে বাতাসের বিপরিতে
মনে করি সেদিনের আকাশের রঙ ।
যদিও প্রিয় চৈত্র চলে গেছে বহুদিন আগে ,
এখন শ্রাবণে ভোর ভেজা ঘাসে হয়
মনে হয় আকাশে
চোখের ছানির মত মেঘ অন্ধ করে
রোদেলা দিনকে করে ক্ষয়
ইট পাথরের এই নগরের আবদ্ধ সুখের আলেয়াতে
আদ্রতায় ধিরে ধিরে পরে যায় জং ।
২০ জুলাই , ২০২২
©somewhere in net ltd.