![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।
কি এক ভয়ানক ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে গেছে মন
সন্ধ্যা ঘনায়ে আসবে আবার রোজকার নিয়মিতক্ষণ।
চিলের পালকে যদি পরে জোছনায় ক্লান্তির ছাপ
আমাদের সার্থকতা বেঁচেরবে আমাদের অন্তরে হয়ে অনুতাপ
ঠিক যেন ঘুমন্ত মানুষের মত ডাকলেই জেগে যাবে ।
১১ জানুয়ারী , ২০২৩
একদিন চিরহরিতেরো মিশে যেতে হয় ধুলোর ভেতরে
মৃত্যুর কামনা নিয়ে গোপনেই পার হয় জীবন
যেদিন জেনেছি সময়ের মানে
তারপর কেটেছে কত বসন্ত অপেক্ষা করে।
তোমার কি মনে পরে পৌষের কুয়াশার কথা?
মৃদু রোদে গলে যাওয়া বরফের ব্যাথা
অতীতের স্মৃতি ভুলে যাওয়া বা হৃদয়ের কৃত্রিম শূন্যতা ।
১০ জানুয়ারী , ২০২৩
সময় বদলায় নিয়মিত জীবনের অভ্যাসে
মৃত এই নগরে ভালোবাসা চলে যায়
বেদনার স্মৃতি বোবা ল্যাম্পপোস্টের তলায়
দিন দিন ভারি হয় ধুলো মাখা ঘাসে।
৯ জানুয়ারী , ২০২৩
কত নারী কত নর
অন্ধকার হয়ে গেলে তারপর
সকল প্রানের মত নিমজ্জিত হয় প্রেমে
কেউ কেউ ঝুলে থাকে ছবি হয়ে ফ্রেমে।
আমাদের মত পথিকেরা ঠিকানার খোজে হয় কাতর
একদিন বুঝে ফেলে সব মিছে ভালোবাসা-নারী-অর্থ-ঘর৷
৪ নভেম্বর ২০২২
আলোর এই ধাঁধার ভেতরে আমাদের বসবাস
কখনো মেরুন রঙে ক্লান্ত হয় সন্ধ্যার আকাশ ।
রাত নেমে আসে শিশির লুটায়ে পরে ঘাসে
নিরবতা ছেয়ে যায় আমাদের আশেপাশে ।
সবাই ঘুমিয়ে পরে - অপূর্ণ বাসনা থেকে যায়
অর্থহীন স্বপ্নে মানুষেরা ডানা মেলে ভাসে
পুরাতন চিরাচরিত অভ্যাসে ।
১ নভেম্বর , ২০২২
কার্তিকের কোন এক রাতে
কোন এক নগরের প্রান্তরে
তার সাথে - কিংবা আমি কারো সাথে নই ;
তবু আমি কার হয়ে অন্ধ হয়ে রই?
স্থবির এ প্রেমের জড়তা কাটাতে।
২৪ অক্টোবর , ২০২২
এই যে এত সহস্র কবিতা
কতো প্রেম মিশে আছে তাতে।
কতো পুরুষের বাসনা বিষাদ
পৃষ্ঠায় পৃষ্ঠায়
কলমের কালো আঘাতে।
নারী
তুমি অবিরত হাহাকার হয়ে শব্দের উপমায়
প্রত্যেক কবি লিখে ঘুচিয়েছে ব্যার্থ প্রেমের দায় ।
২৮ সেপ্টেম্বর , ২০২২
আমাদের সময়ের অন্তহীনতা - আমাদের দেখার চাহিদা
অবিরাম আলোর ভেতরে বাড়ে খনিকের ব্যস্ততা
এই ক্ষুদ্রতম নশ্বর জীবনের।
১৬ সেপ্টেম্বর , ২০২২
২| ১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৬
বাকপ্রবাস বলেছেন: বেশ ভাল
৩| ১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: পাঠ করলাম।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৫৪
সামরিন হক বলেছেন: সুন্দর হয়েছে।