নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বেখাপ্পা মানুষ । আচানক যা মনে হয় করি । মনটা খারাপ হলে আজাইরা কবিতা লিখি ।

হিজিবিজি বিজ

আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।

হিজিবিজি বিজ › বিস্তারিত পোস্টঃ

আবার অন্ধকার

২৭ শে মার্চ, ২০২৩ রাত ১২:৩৪

এখনো অতিতে আমি গহীনে হারানো একলা তারার মতন নিভে আছি ।
ক্লান্তি নেই - মস্তিস্কের নিউরন অযথা জানান দেয় তুমি আছ কাছাকাছি
তবু আমি জানি - অদ্যাবধি বাস্তবিক এই মহাশূন্যতায় কেউ কারো নয় ।
অকারণে পরিমাপ করে চলে মহাকাল , দূরত্ব বাড়িয়ে টিকে রয় - সব করে ক্ষয় ।
একই কথা যেন বারবার ফিরে আসে - একই প্রান জন্ম নেয় - একইভাবে ভালোবাসে
অন্ধকারে ডুবে গেলে পরে - পৃথিবীকে কাল্পনিক মনে করা যায় কি এক অগাধ বিশ্বাসে ।

১২ চৈত্র, ১৪২৯


ভালোবাসা সংক্রান্ত যাবতিয় কবিতায় যে নারী আলোচিত হয়
তার প্রতি আক্ষেপ ছাড়া - বেকার সময় ।
অবশেষে মনে হয় ভুল ছিল ব্যস্ততা সব - ভীতু এ হৃদয় ।
তবু সুখী মানুষের মত নির্লিপ্ত হতে চেয়ে পৃথিবীর অর্বাচীন এ পথে
জীবনের ক্লান্তি তবু রয় - এই বুঝি বেঁচে থাকা আমাদের মতে ।

১৩ চৈত্র, ১৪২৯


সরল রেখা বেঁকে গিয়ে অনিবার্য কারণবসত
অসীম এই অস্তিত্ব
বৃত্তাকার - তবু জানি হিসাবের শেষে সব দৃশ্যমান
আমাদের মৃত্যু
আমাদের জন্মের মত ।


১১ চৈত্র


আমাদের দুই চোখে এক রহস্য লুকিয়ে আছে
আমাদের সকলের মন হয়তবা জানে
কিংবা এই পৃথিবীরে দেখে ভুলে গেছে ।
একদিন কল্পনার দেয়াল পেরিয়ে এসে
সবাই সকল কিছু বলে যাবে অনায়াসে
সকলের ভালোবাসা রয় সকলের আশেপাশে ।

২ চৈত্র, ১৪২৯।


এইখানে এখন আমি একা
আমাদের দুজনের সমঝোতা স্মারকে হয়ে গেছে লেখা
বিচ্ছেদের তিরস্কার এই প্রেমে ।
ভালোবাসাটুকু শুধু বেঁচে ;
মনে হয় পৃথিবিটা আছে থেমে
যেন সব কিছু তার থেকে দুরে সরে গেছে ।

১৬ মার্চ, ২০২৩


মানুষের মত রঙ নিয়ে আমাদের সাদাকালো মন
কি এক রঙিন পৃথিবীরে দেখে কাটায় এ জীবন ।
তবু এক নারী আর বাকি এ পৃথিবী যেন কবিতার মত
নিজস্ব স্পন্দনে কবি বলে গেছেন ভালোবাসা-ক্ষত ।

১৫ মার্চ, ২০২৩

সময়ের মত তুমি নিত্যান্তই বিশ্বাসের উপরে
সব কিছুর সৃষ্টি হয় যুক্তি তর্ক পরে ।

১৮ ফাল্গুন, ১৪২৯ ।

অস্থির এই জগতের ফিকে হয়ে আসা আলোর সাহসে
যত প্রাণ চেয়েছে শান্তি কিছুকাল স্থবির ঘুমন্ত মানুষে।

২১ ফেব্রুয়ারী



মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতার হাত ভালো। কিছু কিছু বানান ভুল আছে।

২৭ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৫

হিজিবিজি বিজ বলেছেন: অনেক ধন্যবাদ । জানতে চাই ভুল গুলো ।

২| ২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর কবিতাগুলো

২৭ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৭

হিজিবিজি বিজ বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.