নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বেখাপ্পা মানুষ । আচানক যা মনে হয় করি । মনটা খারাপ হলে আজাইরা কবিতা লিখি ।

হিজিবিজি বিজ

আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।

হিজিবিজি বিজ › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা

০৫ ই মে, ২০২৩ রাত ১:২৪

মূর্খ এক কবির প্রার্থনা
ঠিক যেন কবিতার লাইনের মত
শব্দের আনাগোনা হোক আমাদের পরিচয়গত ।

প্রয়োজন অনুসারে যাকে আমি চাই
সে আমার হোক, এই এক প্রার্থনা নিয়ে
তাকে আমি রচনা করেছি ।
সেখানে দুরত্ব শুধু সময়ের ব্যবধান
তবু মনে হবে তারে আমি আরও কাছে চাই
তার জন্যে আমার এই পৃথিবী গড়েছি ।

সমস্ত সময়ের বিনিময় করে
এখানে নিস্তব্ধতা চিরচেনা শান্তিকে খোঁজে ।
অদৃশ্য দেয়ালের মত আমাদের অগচোরে
অসীম এক শূণ্যতা সর্বদা আবর্তন করে ।
সেখানে চাঁদের মত সে আঁধার পুড়াবে
চিরদিন আমার বলয়ে নিজস্ব-ভাবে ।

একদিন হয়তবা মিথ্যা কোন পরিচয় ভুলে
তোমার চোখের ভেতরে আমি যাবো
তোমার স্বপ্নের মত করে নতুন এক পৃথিবী সাজাবো ।

আমাদের অনিশ্চিত সময়ের স্রোতে
ছোট এক ভাসমান পাতার মতন
বিধাতার সহজ হিসাবে তোমাকে বয়ে নিতে দিও ।
চাহিদার নিয়মের জালে আটকানো আমাদের মন
তবে যেন ব্যর্থতাকে ভুলে ভালোবাসা অন্তত নিও ।

একান্ত এই পথ
কেউ বুঝি নেই এই পথের নিকটে
তবু কেন মনে হয় কেউ যেন রয়ে গেছে সময়ের ওপাশে
যারে আমি শতাব্দি ধরে ভালোবেসেছি , সে কি ভালোবাসে ?

ক্লান্ত রাতে ঘুম হয়ে আমার চোখের ভেতরে
প্রত্যেকটা চিন্তার সুখ হয়ে আমাদের হৃদয়ের নীড়ে
প্রার্থনার চাওয়া হবে তুমি সব অন্ধকারে ।


৫ মে , ২০২৩

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২৩ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৭ ই মে, ২০২৩ বিকাল ৩:৩৬

হিজিবিজি বিজ বলেছেন: অনেক ধন্যবার ভাই ।

২| ০৯ ই মে, ২০২৩ রাত ৩:০৭

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ, সুন্দর কবিতা।।

০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:৫৩

হিজিবিজি বিজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.