![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।
১
অন্ধকার আর আলোর এক যুদ্ধ চলছে
এখানে মানদন্ডে দন্ডিত অপরাধী সময় ।
আমাদের মনে হয় আমরা রয়েছি যেন তার কারাগারে ।
অথচ আঁধার আলোকে যে স্রষ্টা সৃষ্টি করেছে
তার মাঝে আমাদের মন , আমরাই যেন অস্তিত্বময় ।
অতঃপর সাময়ীক সিদ্ধান্তে উপনিত হয়ে
বিচারের আওতায় এলো মহাকাল ।
তিরস্কারে ভরে গেল হৃদয় তখন
তবুও যে আশা ভালোবাসা ছিল, তার বিনিময়ে
ঐশ্বরিক এক যুক্তিতে এই হৃদয় ধরে নিল হাল
প্রায়শ্চিত্বের আবরনে প্রশ্নবিদ্ধ, ঠিক যেন আমাদের মতন ।
তারপর অধ্যায়ে অধ্যায়ে প্রশ্নের জবাবে এলো সরল সময়
অন্ধকারকে ভেদ করে আলোর এই ছুটে চলা
দুজনেই দুজনার করে যায় ক্ষয় ।
তবু যে ফন্দি এঁটে আমাদের দুই চোখের আঁধারে
আমাদের মুক্তি দিল আমাদের নিজস্ব এক আলোর ভেতরে ।
এখানে আমরা আলো
আমাদের প্রিয় অন্ধকারে
অযথা সৃষ্টি করে ছুটে চলা আমাদের দায়
নির্দিষ্ট বিবর্তনে সময় সবার ।
এইটুকু বিশ্বাসে আমাদের ফিরে আসা উত্তর পেতে
একদিন ক্ষমাহীন নিষ্ঠুর কোন এক প্রান্তরে
মুখোমুখি হতে হবে সকলের সময়ের সাথে ।
সেখানে সচ্ছতায় যুক্তির বেদনায় আকণ্ঠ ভরে যাবে বিস্বাদে
অহেতুক মনে হবে আমাদের বেঁচে থাকা ছিল সময়ের ফাঁদে ।
আলো নয় অন্ধকারও নয় অদ্ভুত দিপ্তিময় কিছু
সর্বদাই আমাদের যেন বিচলিত করে আমাদের চিন্তার গভীরে ।
তবুও প্রশ্ন নিয়ে মিথ্যা এই পৃথিবীরে
প্রদক্ষিণ করে যাই - অবিরত পথ চলা সময়ের পিছু ।
সকল আলোচনা শেষ হলে একদিন চুরান্ত জীবন
হয়তবা জয়ী আলো
হয়তবা জয়ী অন্ধকার
আমাদের প্রশ্নটা আমাদেরই ছিল , আমাদের যেন তা-ই জানা দরকার ।
২| ০৮ ই মে, ২০২৩ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০২৩ দুপুর ২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে