নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বেখাপ্পা মানুষ । আচানক যা মনে হয় করি । মনটা খারাপ হলে আজাইরা কবিতা লিখি ।

হিজিবিজি বিজ

আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।

হিজিবিজি বিজ › বিস্তারিত পোস্টঃ

হিজিবিজি তুমি আমি , আমাদের ভালোবাসা

১৭ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৪৬

পৃথিবী ঘুমিয়ে গেছে,
শুন্যতা ঝুলে আছে দেয়ালে দেয়ালে -নগরের সড়কে ।
আলোর অভাব ভুলে জেগে যাওয়া পথিকেরা দেখে
কি এক অন্ধকারে মানুষেরা বিচরণ করে নন্দিত নরকে ।

পাগলের মত হেটে হেটে
এই পৃথিবীকে অগ্রাহ্য করে নিজের ভেতরে আমি যাই ।
যেন কারে আমি খুঁজি, কোথায় সে আছে জানা নাই ।
মিথ্যা হয়েছে যে আলো - সকল আলো তবু অন্ধকারে রয়
সর্বদা পরিধির ব্যাপ্তি বাড়িয়ে আমাদের হচ্ছে পরিচয় ।
নিরব অনশনে আমাদের অহংকার গুলো ভালোবাসা ভুলে গেছে কবে
তোমারে চেয়েছি তাই অনন্তকাল আমার দু-চোখে ক্লান্তি ছেয়ে রবে ।

একা তুমি নক্ষত্রের মত যথেষ্ট দূরত্ব বজায় রেখেছ নিজের প্রয়োজনে ।
অসীম গন্ত্যবের দিকে প্রবাহিত হতে চাই
তবুও ব্যস্ত করে রেখেছে আমাকে এই নিছক পৃথিবী ; জটিল যতনে ।

নিঃশব্দে চলে যায় আলো গুলো অন্ধকার ভেদ করে
তবুও শূন্যতায় যে সকল হৃদয় ডুবে রয় নিরাকারে ।
ভালোবাসা ছিলে তুমি নারী
তীব্র এক তৃষ্ণার পরে বৃষ্টির মত আমার অন্তরে ।

সর্বদা সর্বত্র তোমারে চেয়েছি
এই তাত্ত্বিক পৃথিবীতে ভালোবাসার অভাববশত ।
তবু জানি দুটি সমান্তরাল রেখার মত
আমাদের আকাশের তলে সময়ের পথে জ্যামিতিক স্বভাববসত ।

জীবনের পরিবর্তনে আমাদের সুখ গুলো একদিন শান্তিতে বদলে যাবে
আমাদের সার্থকতা নিভে যাওয়া আলোকে আবার জ্বালাবে ।
একদিন ঝড় শেষ হলে
শীতল বাতাসে তুমি আবার নীল রঙে জড়িয়ে নিজেকে
খেয়ালের বসে পুরাতন স্মৃতির ভেতরে ক্ষনিকের আফসোসে
তোমার চোখের ভেতরে অস্পস্ট হয়ে যাবো
পুরোনো নক্ষত্রের মত অবশেষে ।
একদিন পরিচিত পথের ধূসর মাদকতায় আসক্ত পথিকের মত
ফিরে যাওয়া ভুলে তারপর
গন্তব্যের দিকে নিয়মের সাগরে হই প্রবাহিত ।

জানা যায় নক্ষত্র বড় একা থাকে - চারপাশে স্বার্থ নিয়ে ছুটে চলে কত কিছু তার ।
সহজ জীবন চাইলেই পাওয়া যায়, তবু যেন ফিরে আসে চাহিদার পিছুপিছু
আমাদের জীবনের ব্যস্ততা - কত কথা - নিঃস্ফল সকল প্রয়োজনীয়তা ।
কোথাও শান্তি নেই এই অস্থীর পৃথিবীতে , সুতরাং বিদায় বলা দরকার ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:১৬

শায়মা বলেছেন: বাহ হিজি ভাইয়া আর বিজি আপুনির কবিতাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে।


কিন্তু কবিতায় হতাশা কেনো ভাইয়া?

বিদায় বলাই বা দরকার কেনো?


আশা হারাতে নেই। আশাই মানুষকে সামনে নিয়ে যায়।

১৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৭

হিজিবিজি বিজ বলেছেন: বিজি আপুনিটা বড্ড পাঁজি :'( সেই যে কবে রাগলো নাকি অভিমান করলো , কিছুই বললো না , বিদায় বলেই চলে গেল । ও জানতো কষ্ট পেলে কবিতা লিখি , হয়তো চাইছে পার্মানেন্ট কবি হয়ে যাই ।

২| ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৯

শায়মা বলেছেন: হুম এই কথা সত্যি!

কষ্ট না পেলে কি আর কবি হতে পারতে!!!


কষ্ট পেলে মানুষ কবি হয়।

আর আনন্দ পেলে কবিতা লেখার টাইমই নাই। সারাদিন নাচে ধেই ধেই।

১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩০

হিজিবিজি বিজ বলেছেন: হিংসা হয় শুধু হিংসা হয় ... সবকিছু লেখা হয়ে গেছে মনে হয় । মনে হয় আমি কপি করতেছি মাথার ভেতরে । কি এক ঝামেলা না ? হাহাহাহাহা

৩| ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৪| ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:১৯

শায়মা বলেছেন: হ্যাঁ সব কিছুই মানুষের মনের মাঝারে একই রকম ছিলো আসলে। তবে যুগে যুগে শুধু স্টাইলটাই বদলেছে। :)

মনের কথা ও কাব্যের স্টাইল.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.