![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।
তরল এক জীবন আমাদের
অভ্যস্ত হতে চেয়ে সর্বদা আকৃতি খুঁজি ।
নারীর হৃদয়ের গভিরতা মেপে ভালোবাসা বুঝি ।
ধূসর পাতার মত ভাবলেশহীন এই চোখের ভেতরে যে খোঁজ
পরিচিত ঠিকানার অভাবে আজ কোন ক্লান্তি নেই - তবু তোমার মত করে
ফিরে আসি অন্ধকারে রোজই ।
©somewhere in net ltd.