নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বনমন

দেশকে ভালবাশি

হিজলবন

লেখালেখি ভালো লাগে

হিজলবন › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীকে একটি সবিনয় অনুরোধ

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৬

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন। এই ওয়াদা আপনি নির্বাচনী মেনুফ্যান্টুনীতে দিয়েছিলেন। তার মানে বাংলাদেশে সকল দলে সকল জায়গায় অবস্থান করছে এমন সব যুদ্ধাপরাধীদের বিচারের কথাই আপনি বলেছেন।

যদি সেই ওয়াদা অনুযায়ী বিচার করার ইচ্ছা থাকত তাহলে আপনার দলে যারা অবস্থান করছে তাদেরকে আগে গ্রেফতার করলে এই বিচার নিয়ে এতো বিতর্ক হতো না।

এই প্রেক্ষিতে আমি যে অনুরোধটি মাননীয় প্রধানমন্ত্রীকে করতে চাই তা হল-

আজকে হয়তো আপনি ক্ষমতায় তাই বিরোধী দলে অবস্থান করা যুদ্ধাপরাধীদের বিচার করছেন। কিন্তু যখন আবার সরকার পরিবর্তন হবে তখন আবার আপনার দলে অবস্থান করা যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। এটি চলবে কিন্তু যেহেতু এটা শুধু হয়েছে।

আর আপনার দলের কাউকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করে গ্রেফতার করলে আপনর দল সেটা মেনে নিবে বলে মনে হয় না। আজ জামায়াত-বিএনপি যেভাবে মেনে নেয়নি।

কারণ এক সাঈদী সাহেবের রায় নিয়ে দেশের অবস্থা নাজুক। যদি রায় কার্যকর হয় তখন দেশের অবস্থা কি হবে সেটা এখন বলা যাবে না। হয়তো ভবিষ্যতের দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে।

তাহলে দেখা যাবে- এটা নিয়ে ভবিষ্যতে দেশে আরো বড় ধরনের সংঘাতের সম্ভাবনা রয়েছে। যা দেশের সুনাম স্থিতিশীলতা, ক্রমউন্নতি বাধাগ্রস্ত হবে।



তাই আপনার কাছে সবিনয় অনুরোধ- আপনার সরকারের উদ্যোগে শুধুমাত্র দেশের স্বার্থে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে একটি জাতীয় সংলাপের আয়োজন করুন।

এই সংলাগে যদি সকল দল সম্মতি দেয় যে হে সকল দলে অবস্থান করা যুদ্ধাপরাধীদের বিচার চলবে। তাহলে সেটা জাতীয় ঐক্যের ভিত্তিতে চলতে পারে। আর যদি সকল দল বলে যে ৪২ বছর আগে যে ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে সামনের দিকে আর বাড়াবাড়ি করে লাভ নেই। তাহলে এই ইসু্টি মনে হয় বন্ধ করা যেতে পারে। আর এক্ষেত্রে আপনার সরকারের সুনাম বাড়বে কিন্তু কমবে না। কারণ আমাদের জাতির জন্য একটা বড় সমস্যা। তাই আপনার হাত ধরে যদি এই সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান হয়ে যায় তাহলে আমার মনে হয় আগামী নির্বাচনে শুধুমাত্র এই কারণেই জনগণ আপনাকে বিপুল ভোট প্রদানের মাধ্যমে পুনরায় নির্বাচিত করবে।

আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার মত ক্ষুদ্র একজন প্রজার পরামর্শটা গ্রহণ করবেন।

হয়তো আমাকে অনেকে অন্যকিছু বলবেন। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এদেশের একজন নাগরিক হিসেবে দেশের শান্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত পরামর্শ দিলাম।

যারা কষ্ট করে পড়েছেন সকলকে ধন্যবাদ।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সহমত্ ।

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩০

হিজলবন বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩১

হিজলবন বলেছেন: সেলি আনোয়ার @ এই পোস্টটি কিভাবে রিপোস্ট করে লিংক করব জানাবেন কি? আমার জানা নেই। জানালে কৃতজ্ঞ থাকব।

৩| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪২

আহলান বলেছেন: যুদ্ধাপরাধী র বিচার একটি রাজনৈতিক ইস্যু , যা আলীগ সবাইকেগিলাচ্ছে আর অনেকে গিলছে .... মুক্তিযুদ্ধের পর যে রাজাকারদের তালিকা করা হয়েছিলো সেটা ধরে ধরে সব ক্রস ফায়ারে দিলে সব ঠান্ডা হয়ে যেতো, তা তো হচ্ছে না, যার গায়ে মুজিব কোট উঠেছে, সেই মুক্তিযোদ্ধা হয়ে গেছে। অনেকে তাই বলে আলীগ এমন দু মুখো একটি মেশিন, যার এক দিক দিয়ে রাজাকার ঢুকলে অন্য পথ দিয়ে সে মুক্তিযোদ্ধা হয়ে বের হয় ..............

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৮

হিজলবন বলেছেন: সেটা এখন আর সম্ভব না। কারণ আওয়ামীলের নেতারাই স্বীকার করছেন তাদের দলে রাজাকার, যুদ্ধাপরাধী আছে। বড় বড় মুক্তিযুদ্ধারা সেটা প্রমাণ দিয়ে বলছেন। এজন্যই প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি জাতীয় সংলাপ করে এটার সুরাহা করার জন্য।

৪| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৫

ভিটামিন সি বলেছেন: যার গায়ে মুজিব কোট উঠেছে, সেই মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আলীগ এমন দু মুখো একটি মেশিন, যার এক দিক দিয়ে রাজাকার ঢুকলে অন্য পথ দিয়ে সে মুক্তিযোদ্ধা হয়ে বের হয় ..............

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৪

হিজলবন বলেছেন: সেটা আর সম্ভব নয়।

৫| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭

বাংলার অপরূপ বলেছেন: সাহস আছে মামা!!!!!!!!! ধন্য, ধন্য

সব যুদ্ধাপরাধীদের বিচার চাই, সে যে দলেরই হোক না।

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪২

হিজলবন বলেছেন: ধন্যবাদ

৬| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

স্বাধীকার বলেছেন:
নিজের পায়ে আম্লীগ কি কুড়াল মারবে? যুদ্ধাপরাধের বিচার নামক চলমান তামাশা আম্লীগের রাজনৈতিক হাতিয়ার -এটার সমাধান হলে কি নিয়ে জনগণের কাছে যাবে? আপনার কি ধারণা আম্লীগ সত্যিকার অর্থে যুদ্ধাপরাধের বিচার চায়? তারা বিচার চায় ভিন্নমতের যুদ্ধাপরাধীদের, নিজেদের দলে যুদ্ধাপরাধী তারা কোনোদিনই খুজঁবে না।

সত্যিকার বিচার করে সমস্যা সমাধানের মাধ্যমে আম্লীগ নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব বরণ করবেনা কখনোই। উপযুক্ত বিচার যদি হয়, তাহলে আগামী নির্বাচনে শাহবাগ চত্বরের দলীয় তামাশার কি হবে, এতিম বামদের বেকারত্বমোচনের দায় কে নিবে? কাদের মোল্লার রায় দেখেও যদি না বুঝেন আম্লীগের গোপন খায়েশী আতাঁত কতটা উলংগ, তাহলে আর বলার কিছু নেই। নিজেরা রায় দিয়ে, সাথে সাথেই মুখের চুনকালি ফেইসপাউডার দিয়ে ঢেকে কমদামী যৌনকর্মীর ন্যায় শাহবাগের চত্বরে এসে কাস্টমার ভোলানোর অভিনয়ে নামে আম্লীগ, পাহারাদার হিসাবে আগেই পাঠায় মানিকদের-প্রকৃত আন্দোলন হয়ে যায় তাদের দলীয় ওহীর আজ্ঞাবহ, এভাবেই হয়তো চলবে আগামী নির্বাচন পর্যন্ত, যাতে কলুষিত ৫ বছরকে জনগণের কাছ থেকে দুগন্ধমুক্ত রাখা যায় সস্তা পথের পারফিউম দিয়ে।
তবুও প্রধানমন্ত্রী যদি আপনার দাবী বিবেচনা করেন-সেটা দেখার অপেক্ষায় থাকলাম।

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩

হিজলবন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬

হিজলবন বলেছেন: স্বাধীকার @ ভাই পোস্টটি কিভাবে রিপোস্ট করব এবং লিংক দেব জানালে কৃতজ্ঞ থাকব।

৭| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪

গেদু চাচা বলেছেন: জামাত আর যুদ্ধাপরাধী এই দুটো শব্দ আওয়ামীলিগের রাজনীতির হাতিয়ার।
গত চার বছরে এই দুটো শব্দের ব্যাপক চর্বন ছাড়া জাতিকে আওয়ামিলীগ কি দিয়েছে?

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪

হিজলবন বলেছেন: তাহলে তো আবার পরবর্তী সরকার এসে আওয়ামী লীগের ওপর এমন রাজনীতি করতে পারে। তাই জাতীয় ঐক্যমতে আসা সময়ের দাবি।

৮| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৯

সালটু বলেছেন: গেদু চাচা, আপনার সাথে একাট্টা।

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪

হিজলবন বলেছেন: জাতীয় ঐক্যমতে আসা সময়ের দাবি

৯| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬

আশিকুর রহমান ১ বলেছেন: সহমত

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

হিজলবন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.