নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিজলকড়চ

hijolkoroch

তোমাকেই বলে দেব কী যে একা দীর্ঘ রাত...

hijolkoroch › বিস্তারিত পোস্টঃ

তরুণ আলেমে দ্বীনের অভিমত: জামায়াত ধর্মের নামে ফিতনা সৃষ্টি করছে, তারা বেঈমান, তাদের ঈমান আক্বিদা নেই

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

আমার এক বন্ধু একটু আগে ফোন করে আমাকে জানালেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এক তরুণ আলেমের সঙ্গে তার কথা হয়েছে। মাওলানা শায়খুল ইসলাম নামের এই আলেম মহোদয় জাগরণ প্রজন্মের আন্দোলন সম্পর্কে এবং জামায়াতে ইসলামীর রাজনীতি সম্পর্কে তার অভিমত দিয়েছেন। তিনি বলেছেন, '' জামায়াত শিবিরের প্রতিষ্টাতা মওদুদীর বিরুদ্ধে আমরা মাদ্রাসায় পড়ার সময়ে তাকে ইহুদি হিসেবে আখ্যায়িত করে স্লোগান দিতাম। আমাদের উস্তাদ কৌমী মাদ্রাসার হুজুরগণ আমাদের ছোট বেলা থেকেই শিক্ষা দিয়েছেন মওদুদী ও তা দল জামায়াত ধর্মের নামে ইসলামে ফিতনা সৃষ্টি করে। তাদের খপ্পর থেকে সাবধান থাকবে। তারা ঈমান নষ্ট করে। তারা সরল ধর্মপ্রাণ লোকদের বিভ্রান্ত করে। তাদের সংগঠন ইসলামী ছাত্র শিবির রগকাটার রাজনীতি করে। বাংলাদেশের ইসলামী দল গুলোর সঙ্গে তাদের কোন আদর্শিক মিল নেই। তার কোন ইসলামী দল নয়। তারা আগাগোড়া বিভ্রান্ত, বেইমান ও সন্ত্রাসী। তিনি আরো বলেন, মওদুদী কোরআনের সমালোচনা করেছেন। সুরা হিজরের ৯ নং আয়াতের সুত্র উল্লেখ করে তিনি বলেন, বিভ্রান্ত মওদুদী বলেছেন কোরআন বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়ে তার ব্যাপকতা হারিয়েছে। (সূত্র: কুরআনের চারটি ম্যৗলিক পরিভাষা, মূল: আবুল আলা মওদুদী, অনুবাদ গোলাম সুবহান সিদ্দিকী, পৃষ্টা নং ১৪-১৫)। মাওলানা শায়খুল ইসলাম আরো বলেন, মওদুদী হাদিস, নবী রাসুল, সাহাবাগণ, আউলিয়া, উলামায়ে কেরামের বিরুদ্ধেও কুৎসা রটিয়েছেন। তার দলও ইসলামের নামে এমনভাবেই ব্যাখা বিশ্লেষন করছে মনগড়া ভাবে। জামায়াতে ইসলাম কোনভাবেই ইসলামী দল নয়। তাদের কোন ঈমান আকিদা নেই। তারা মিথ্যাবাদী। শয়তান।

ধন্যবাদ হুজুর আপনাকে। আপনি বেঈমান মুনাফিক ধর্ম ব্যবসায়ী জামায়াত শিবিরের স্বরূপ উন্মোচন করার জন্য।

জাগরণ মঞ্চের সঙ্গে তাদের কোন বিরোধ নেই জানিয়ে তিনি আরো বলেছেন, আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। জাতীয় পতাকা শহীদ মিনার আমাদের গৌরবের মুকুট। সর্বোচ্চ সম্মানের বস্তু। যারা এসবের অপমান করেছে সরকারের উচিত তাদের ধরে বিচারের আওতায় আনা। বক্তব্যের এক পর্যায়ে তিনি আরো বলেন, যারা একাত্তরে আমাদের লাখো ভাই বোনকে নির্যাতন করেছে তাদের অবশ্যই ফাঁসি হওয়া উচিত। একটি স্বাধীন দেশের দলমত ধর্ম বর্ণ নির্বিশেষ সবারই এই দাবির প্রতি সংহতি জানানো উচিত। পাশাপাশি কেউ নবী রসুল ও ধর্মের নামে কুৎসা রটালে, নাস্তিকতা প্রকাশ করলে তাদের বিরুদ্ধেও সরকার ও জনগণকে রূখে দাড়ানোর আহবানও জানান তিনি।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কোন হুজুর কি বলল তাতেই আপনি সন্তুষ্ট জনাব। তার সাথে একমত হয়ে গেলেন। তার আকিদা কোনটা তিনি কি করলে মুসলমান হওয়া যায় আর কি করলে মুসলমান থেকে বাদ হয়ে যায় এইটা নিশ্চয় বলেছে। তাহলে দেখুন আমি নিজে কেমন মুসলমান।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

hijolkoroch বলেছেন: @ মাহমুদুর রহমান সুজন এই হুজুর জামাতিদের মত ভন্ড নন। তিনি মসজিদে বোমা ককেটল নিেয় যান না। জামাতি কত ভয়ঙ্কর ফিতনা সৃিষ্টকারী এবং ধর্মীয় উস্কানী দাতা তা অবশ্য আপনার মত মহান ধাির্মক ব্যাক্তিও ইতোমধ্য বুঝতে সক্ষম হয়েছেন।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

পুংটা বলেছেন: ছবিসহ পোষ্ট স্টিকি করা হউক। B-))

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

নিয়েল ( হিমু ) বলেছেন: পুংটার কার্টুন সেইরকম

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

মিশনারী বলেছেন:
"এক রাজীব লোকান্তরে, লক্ষ রাজীব ঘরে ঘরে"।
"এক নাস্তিক লোকান্তরে, লক্ষ নাস্তিক ঘরে ঘরে"।

জামাত শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়।
জয় বাংলা।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

hijolkoroch বলেছেন: মিশনারী! আপনাকে বলছি!
"এক রাজীব লোকান্তরে, লক্ষ রাজীব ঘরে ঘরে"।
"এক নাস্তিক লোকান্তরে, লক্ষ নাস্তিক ঘরে ঘরে"। বক্তব্যের প্রতিবাদ জানাই। আমি নাস্তিক নই। আপনি এই কথা বলে কি বুঝাতে চাচ্ছেন জাগরণ মঞ্চের সবাই নাস্তিক? আপনার উৎসাহী ভাবে মনে হছ্চে আপনি যুদ্ধাপরাধীদে বিচারের দাবিতে সোচ্ছার প্রজন্মকে নাস্তিক বানানোর মিশনারীদে একজন। আপনি তাদেরই প্রতিনিধিত্ব করছেন।
রাজাকার জামাত শিবির ধর্মর নামে ফিতনা সৃিষ্ট করে ইসলামের বড় ক্ষতি করছে। তারা ছদ্মেবশী শয়তান! এবার আর তাদের পিঠের চামড়া থাকবেনা্। মানুষ জেগেছে। প্রজন্ম জেগেছে। সরলপ্রাণ ধার্মিক লোকজনো এখন সচেতন।
বাংলার তোষামুদ চাটুকার সাবধান সাবধান।
জয় বাংলা।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

মিশনারী বলেছেন: জয় বাংলা । নাস্তিকের আস্তানা বাংলার মাঠিতে থাকবে না । জয় বাংলা ।

আগে পিছনে জয় বাংলা বলে কলেমাটা পুক্ত করলাম । এক নাস্তিক লোকান্তরে, লক্ষ নাস্তিক ঘরে ঘরে ।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ। :)
+++++++++++++++++++

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

রুদ্র মানব বলেছেন: পোস্টে একটা + ,
পুংটার কার্টুনে আরেকটা প্লাস + :)

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫

hijolkoroch বলেছেন: মিশনারী ধন্যবাদ আপনাকে। আপনার জাত ও ধাত চেনা হয়ে গেল আমাদের। জয় বাংলা স্লোগানেই কাপন ধরিয়ে দেব সন্ত্রাসী জামায়াত শিবির ও তাদের চ্যালাদের। ধর্মপ্রাণ মানুষ এবার এই সন্ত্রাসীদের পিঠের চামড়া রাখবেনা।
যারা 'জয় বাংলা' নামক আবেগ জাগানিয়া পবিত্র স্লোগান মুখে নিয়ে '' ঘরে ঘরে নাস্তিক' স্লোগান দেয় তারাই ধর্মকে ব্যবহার করে আন্দোলনকারীদের আসলে নাস্তিক প্রমাণের মিশনে নেমেছে। তাদের থেকে সাবধান।!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.