![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুলনা লেখক শিবিরের একজনক্ষুদ্র সদস্য। গান গাইতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে রবিন্দ্র সংগীত। এখনও শিক্ষা জীবনের মাঝে আছি আমি। সাহিত্য হলো আমার ভালোলাগার যায়গা, খুব এক্টা লিখতে ভালো লাগে না। কিন্তু কি করবো বলুন চোখের সামনে এতো অসংগতি ও মানতে পারি না। আমি বাংলাকে প্রচন্ড রকমের ভালোবাসি।
মেঘ মাদল, ভরা বাদল, বরষা বুঝি আসে ওই।
জল বরং তৃষিত, মন ভিজিয়ে হাসে ওই।
মেঘে মেঘে কত রং, হাওয়া বহে অনুখন।
ঝিরিঝিরি মন বাসানে মন ভাষানেই ছলছল।
মেঘ মাদল ভরা বাদল বরষা বুঝি আসে ওই।
।!।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
বৃষ্টির ঝিরিঝিরি শব্দ সাথে মিলে মিশে একাকার হয়ে
গেছে আমার মন। কি এক বিরহজালে ঘিরে রেখেছে আমায়।
আমি তিব্রতার জালে বন্দি,,
আমি বিরহজালে বিরহী,,
আমি প্রেমিকার চোখেরজল,,,
আমি ক্ষুদ্রতার মাপে ধুম্রজাল।,,,
আমি পিয়াসির গলে মালা,,,
আমি বিরহীর বুকে জালা,,,
আমি শুন্যের মাঝে বন্দি,,
আমি তোমাকেই শুধু মনদি,,
আমি সরতের আকা কাশফুল,,,
আমি বাসন্তি বনে বনফুল,,,
আমি পুব আকাশের নিল রং,,,
আমি সোহাগীর চোখে কাজল,,
তপ্ত বালুর মধ্যে না হেটে ও আমার অহৃষ্ট পুড়ছে।
জানি আমার ভাষা বোঝার খমতা তার নেই।
এতো সহজ ভাবে লিখছি তবুও সে বুঝবে না।
আমার লেখা সবার জন্য নয়।,
শুধু তার জন্য আমি যাকে ভেবে লিখি।
আমার হাজার হাজার পাঠক চাই না,
আমি শুধু আমার বুচির জন্য লিখি।
আমি থমকে যাবো একদিন,,,
আমি বিচলিত হবোনা তবুও,,
আমি আবার উঠবো জেগে,,,
আমি জলবো দিগুন বেগ,,,
সহসা এক ঝাপ্টা বৃষ্টির ছোয়া এসে ভেংগেদিল আমার ভাবনার জগত, ফিরে এলাম বাস্তবতাই।
.......।।।।। হিমেল হাসান।।।।।।।।।।
২| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৪
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: এই প্রথম আমার লেখার অর্থ কেউ বুঝল এবং। আমাকে বুঝল।।।। ধন্যবাদ শ্রধ্যেয় ভাই।।।। সেলিম আনোয়ার।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনার মনোবাঞ্ছা পূরণ হোক ।