নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমেল০৭১১

Change to Truth

হিমেল০৭১১ › বিস্তারিত পোস্টঃ

আ ’লা বাংলাদেশ --২০১৩

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯

ইদানিং কলকাতার বিখ্যাত চলচিত্রকার মৃণাল সেনের মত একটা ফটো ডকুমেন্টারি করার খুব ইচ্ছে হচ্ছে, মৃণাল সেনেরটার নাম ছিল মনে হয় আলা কলকাতা’৭১। ডকুমেন্টারির বিষয় বস্তু ছিল তৎকালীন ব্ল্যাক এন হোয়াইট কলকাতা সাথে বাংলাদেশী শরণার্থী আর সরকারী পেটোয়া বাহিনী কতৃর্ক নকশালপন্থীদের উপর নির্বিচার এনকাউন্টার।

তখনকার কলকাতার সাথে এবিষয় গুলো মনে হয় খুব বেশী যেত, সাধে কি আর কলকাতাকে ভারতের ডাষ্টবিন বলে।

২০১৩ তে এসে বাংলাদেশটা অনেক বেশী ধুসর হয়ে যাচ্ছে। গত তিন-চার দশক ধরে মিডিয়াওয়ালা, বুদ্ধিজীবি আর সুশীলদের দ্বারা ক্রমাগত ইসলামের প্রতি বিদ্বেষ ছড়ানো থেকে কখন যে একটা প্রজন্ম বেরিয়ে গেছে কেউ টেরই পায় নি!

হাসির কথা হলেও সত্যি এখন মোল্লা আর হজুরদের ঘুম ভাঙ্গছে। আসাবিয়্যাত বলুন আর জাতীয়তাবাদ যাই হোক না কেন এটা ইসলামে হারাম করা হয়েছে আজ থেকে সাড়ে ১৪শ বছর আগে। তারপর ও এই ভিনটেজ বাঙ্গালী মুসলিমরা আজো এইসব আবেগের ছলা কলা থেকে বের হতে পারে নি। দেশকে মা, মাটিকে মা বা নাড়ির টান এসব এখন খুব কমন খিস্তিখেঊর।

বাস্তবতা হল যে নাড়ির কথা বলা হয় সেটা জন্মের সাথে সাথে একটা সস্তা ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়। দুর্ভাগ্য বাঙ্গালী মুসলিমরা আজো এই বাস্তবতাটা মেনে নিতে পারল না।এসব ক্ষেত্রে জাতির ঐক্যবদ্ধতার খুব কমন দোহায় দেওয়া হয়, আবেগ দিয়ে একই মায়ের দুই ছেলেকে এক করাটাও যেখানে অনেক কঠিন বিষয় সেখানে জাতি কিভাবে ঐক্যবদ্ধ হয় সেটা মোটেও আমার মাথায় আসে না।

অবশ্য আমার এখন অনেকটা “নন-ক্রিয়েটিভ লিম্বো” অবস্থা, তাই অনেক কিছু মাথায় না আসাটাই স্বাভাবিক। আশপাশ থেকে যেভাবে ক্রিয়েটিভির দুর্গন্ধ ছড়াচ্ছে নিজ থেকে নিজেকে স্টপ রাখাটাই অনেক বুদ্ধিমানের কাজ।

মৃণাল সেন থেকে একটু তসলিমা নাসরিনের দিকে আসি, ইসলাম বিদ্বেষী লেখালেখির জন্য তাকে বাংলাদেশ থেকে বেশ কয়েক বছর আগে নির্বাসিত হতে হয়েছে আর আজ ২০১৩ তে এসে দেখি অনেক মুসলিম যুবকরা ইসলামের কথা বলতে গিয়ে অত্যাচারিত আর নিপীড়িত হয়ে দেশ ত্যাগে বাধ্য হচ্ছে।

ও হ্যা জাতীয়তাবাদের ব্যপারটা ভুলেই গিয়েছিলাম, এটা নিয়ে একটা সমাধান তো দরকার, আমরা যদি বিশ্বাসটাকে এভাবে দেখি আমার জন্ম এই দেশে, এটা আমার ভাগ্য, কারণ আমি তাকদির বা ভাগ্যের উপর ঈমান(বিশ্বাস) এনেছি, আল্লাহ(সুবঃ) চাইলে অন্য যে কোন দেশেই আমার জন্ম হতে পারত তারপরও এদেশে জন্মগ্রহনের জন্য আমি আল্লাহ(সুবঃ)র কাছে কৃতজ্ঞ। তবে এটাও সত্যি অন্যায় অত্যাচার বা জুলুম যেখানেই হোক না কেন সেটার প্রতিবাদ করাটা আমার দায়িত্ব এবং এই দায়িত্বটা ইসলামই আমাকে দিয়েছে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১

রাফিউল আলম ইমন বলেছেন: পোস্ট ভালো লাগলো…শুভকামনা! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.