নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকড়সা

আকড়ে আছি আষ্টেপৃষ্ঠে....

মেডিকো মাকড়সা

দেশকে ভালবাসি.।.।.।

মেডিকো মাকড়সা › বিস্তারিত পোস্টঃ

একের মধে ফুলপ্যাক...

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪০

কল্পনাশক্তি অত্যন্ত কম হওয়া সত্ত্বেও আমি “সোনালী ব্যাংক লিমিটেড” এর কাছ থেকে অল্প কিছু লোন নিয়ে একটা ছোটখাটো “ব্যবসা” করার চিন্তা ভাবনা করে ফেললাম, ব্যাপারটা অনেকটা এমন...



প্রথমে একটা মাল্টিস্টোরেড বিল্ডিং হবে এবং এর কয়েকটা জোন থাকবে...



**আন্ডারগ্রাউণ্ডঃ এটা গাড়ি পার্কিং এর জায়গা... (গাড়িতে প্রচুর টাকা থাকবে, কাচা টাকা; পাকা থাকলেও সমস্যা নেই)

**নিচতলাঃ কিণ্ডারগার্ডেন স্কুল এবং অবশ্যই ইংলিশ মিডিয়াম। কোনরকমে চেপেচুপে ১০০ জন ধরলেই হবে, স্কুলের ভালো একটা নাম থাকবে, (নাম ভালো হলে ডোনেশান ভালো পাওয়া যাবে)। তার পাশে একটা গোপন কক্ষ থাকবে, সবাই জানবে কিন্তু কেউ কাউকে বলবে না, এখানেএকটা “সাইবার ক্যাফে বা হাই স্পীড WiFi জোন” এবং লেজার নিয়ন্ত্রিত টাকা গননাকারী মেশিন থাকবে।

** দ্বিতীয়তলাঃ এসএসসি পর্জন্ত, এটা আবার তিনটা জোনে ভাগ থাকবে (পিএসসি জোন, জেএসসি জোন, এসএসসি জোন) এখানে কোন বাড়তি পড়াশোনা করা লাগবে না, যা পরীক্ষার প্রশ্নে আসবে, তাই পড়তে হবে। যেকোন পরীক্ষার দুইদিন আগে এখানে আসলে শর্ত সাপেক্ষে গোপন কক্ষে পাঠিয়ে দেওয়া হবে, ওখানে মেশিনে টাকা দিয়ে ফেসবুকে আইডি খুলে প্রশ্ন পেয়ে পড়ে পরীক্ষা দিয়ে তারপর নিজ নিজ বাসায় চলে যাবে...

===স্কুলের রেজাল্ট সব পরীক্ষাতেই১০০ জনের সবাই গোল্ডেন...যা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ। স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধানশিক্ষকের শিক্ষামন্ত্রীর কাছ থেকে গোল্ড মেডেল প্রাপ্তি... স্কুলের চাহিদা (ডিমাণ্ড)বেড়ে যাওয়া।

**তৃতীয়তলাঃ এইচ এস সি পর্যন্ত; পাশে কোচিং থাকবে, ভর্তি কোচিং। এইচএসসি পরীক্ষা পূর্বের SSC এর মতই সাদাসিধে হবে...



কোচিং থাকবে কিন্তু কাউকে ক্লাস করতে হবে না, শুধু ভর্তি হতে হবে। মেডিকেল বা ভার্সিটি পরীক্ষার আগের দিন এসে টাকা জমা দিয়ে গোপন কক্ষে ঢুকিয়ে দেওয়া হবে, সকালে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং পরীক্ষা শেষে বাড়িতে পৌছে দেওয়া হবে।



===পোলাপান এতো ব্রিলিয়ান্ট কেমতে হয়, ১০০% নির্ভেজাল গোল্ডেনও পাইছে আবার মেডিকেল ভার্সিটি দুইটাতেই চান্স পাইছে। কনফিউজড হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটাই পড়বে...



**উপরের ভর্তি সমস্যা সমাধানের জন্য চারতলায় একপাশে “বাংলাদেশ সরকার স্বীকৃত” ভার্সিটি অন্যপাশে মেডিকেলে কলেজ খোলা হবে... এতেও কোন ক্লাস টিলাস করে ফালতু সময় নষ্ট করার দরকার নেই। শুধু বছর বছর উপরের ক্লাসে পাঠিয়ে দেওয়া হইয়েছে বলে ছাত্র/ছাত্রীদের মোবাইলে মেসেজ পাঠিয়ে দিলেই হবে...





এখান থেকে বের হয়ে আমার বন্ধুর বিসিএস এর কোচিং এ ঢুকবে, ওখানে আরো উন্নত ব্যবস্থা থাকবে...



কেমন হয় ব্যবসাটা??? দারূন না???:D:):D:)B-)





কিছু অক্ষর “” এর মধ্য দেয়ার কারন...



১/ লোন সোনালি ব্যাঙ্ক থেকে নিলে আর শোধ করতে হবে না, অল্প কিছু টাকাই তো।:P

২/ শিক্ষা তো ব্যবসার জিনিসই, আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন কিসের জন্য, টাকা পয়সা উপার্জনের জন্য না? তাইলে কি হল?X(

৩/ সাইবার ক্যাফে বা হাই স্পীড WiFi জোন না থাকলে পোলাপান দ্রুত ফেসবুক আইডি খুলবে কিভাবে???:|

৪/ “বাংলাদেশ সরকার স্বীকৃত” এই লেখাটা গরুর গোবরে লেখা থাকলেও হাসির কিছু নেই, এটা বাস্তবতা, মেনে নিতে হবে।:P:-/





কারো নতুন আইডিয়া থাকলে সাদরে গ্রহন করা হবে সাথে শেয়ারের ভাগ দেয়া হবে...:P:P





[আইডিয়া কারো সাথে মিলে গেলে আমি দায়ি নই :P:P:P ]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯

আমি ব্লগার হইছি! বলেছেন: ইসকুল খুইলাছে রে মওলা ইসকুল খুইলাছে।
মাকড়সা ভাই চরম একখান ইসকুল খুইলাছে।
এই ইসকুল এমনই কড়া
টাকা ছাড়া যা্য় না পড়া।
ঐ ইসকুলে পইড়া সবাই গোল্ডেন পাইতাছে
শুধু মাকড়সা ভাই একা একা টাকা গুনতাছে।

ভাই , সোনালি ব্যান্কের লোনের টেন্ডারটা আমারে দিয়েন। মাত্র ২০% কমিশনে আমি লোন স্যাংশন করাই দিব। জীবনেও শোধ করা লাগবে না।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:০০

মেডিকো মাকড়সা বলেছেন: উকে ভাই, আপনেরেই দিয়াম, কিন্তু কেউ আরো কম অফার করলে কইলাম অন্যকিছু হইয়া যাইবোগা.। তহন কিন্তু কিছু কইবার পাইরব্যান না। :প :প :প

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.