নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকড়সা

আকড়ে আছি আষ্টেপৃষ্ঠে....

মেডিকো মাকড়সা

দেশকে ভালবাসি.।.।.।

মেডিকো মাকড়সা › বিস্তারিত পোস্টঃ

Universal TRUTH: ulTimate

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩১

বাস্তবের "সেলিব্রিটি" রা, ভার্চুয়াল জগতেরও "সেলিব্রিটি", তাদেরকে "মোটামুটি" আপামর জনসাধারণ চেনে।
পাবলিক ইনাদেরকে সামনে পেলে পারলে খায়া ফ্যালায়:P
.
আর ভার্চুয়াল "সেলিব্রিটি" বা "ফেসবুক সেলিব্রিটি" রা আসলে শুধুই "ভার্চুয়াল ছেলেবেটি", তারা নিজেরা ভাবে তাদেরকে সবাই চেনে, কিন্তু বাস্তবে একটা নির্দিষ্ট সার্কেলের বাইরে তাদের কেউ চেনে না।:P
.
তাহারা কেউ কেউ জ্ঞানের বাহারের স্ট্যাটাস প্রসব করেন আর ভাবেন "পন্ডিতন্মন্য"। এতো জ্ঞান কই রাখবাম রে হরি??"
.
আর যারা বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে এক একটা স্ট্যাটাস প্রসব করে তারা ভাবেন "আমি কি হনু রে, বিশাল একখান কথা লিখ্যালচি"।
----------------------------
আরামপ্রিয় জাতি বাঙালি, কষ্ট করে নিজে ভাত রেধে খাওয়ার চেয়ে, কেউ রেধে দিলে খেতে পারি ভালো । আমরা "তেলপ্রিয়" জাতিও বটে, তেল দিতে এবং নিতে আমাদের জুড়ি নেই। সুতরাং খাওয়ার জন্য ফ্রী ফ্রী "ভাত" রাধিকাকে একটু আধটু "তেল" দিলে কুনো ক্ষতি নাই। "ভাত" যখন ফ্রী "তেল"ও ফ্রী।
.
আপনার জানার ইচ্ছে থাকলে google মামারে জিগান, হ্যায় আপনার জিগানো প্রশ্নের উত্তর দিবার জন্যই বইয়া রইছে। কেউ গুগল মামারে জিগাইয়া আপনার সামনে নিজের বলে চালিয়ে দিলেই বলবেন না "হায়, আল্লাহ!! ভাইয়া/আপু, আপনি এতো কিছু কেমতে জানেন? আপনে এতো জ্ঞান কই রাইখা ঘুমান?" এই কই রাইখা সে ঘুমায় এইটা খুজতে গিয়ে কেউ কেউ পড়ে যান মহাফ্যাসাদে, ফ্যাসাদে পড়ার আগেই সাবধান হোন। পরে কেদে কেটেও কুল পাবেন না। just লুল হয়ে যাবেন।
.
"দুর্জন বিদ্বান হলেও পরিতাজ্য" ছোটবেলার পড়া জ্ঞান এটা, কিন্তু শুধু পড়লে হবে?? এবার একটু কাজে লাগান, এবং তা সময় থাকতেই…… :)

.
[{( বি:দ্র: কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি, লেখার মধ্যে কারো মিল খুজে পেলে নিতান্তই কাকতালীয় এবং তা আপনার নিজস্ব অভিব্যক্তি এবং তার দায়দায়িত্বও আপনার নিজের )}]
-------------------------
শেষকথা: আমিও কি হনু রে, বিশাল কথা লিখ্যালচি :P

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৮

শুভকবি বলেছেন: ;)

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৫০

মেডিকো মাকড়সা বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.