নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হয়ত শহুরে কবি ও হয়ত কবিতার সাথে বিচ্ছেদের কবি\nযারা যুদ্ধে যেতে পারে না তারা কবিতা লেখে আমিও সেই পক্ষের লোক আমি !

হিমু দা গ্রেট

ফারিদুজ্জামান স্বাধীন শহুরে কবি হয়ত !

হিমু দা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

"আর একবার বাঁচতে ইচ্ছ করে

৩০ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৪৭

"আর একবার বাঁচতে ইচ্ছ করে"
কবিঃ ফারিদুজ্জামান স্বাধীন |
FJ shadin

তোমাকে ছুয়ে দেখবার দায়ে
আমার আরো একবার বাঁচতে ইচ্ছে করে,
শক্ত করে তোমার নরম হাতটা জড়িয়ে ধরতে ইচ্ছে করে...!
|
পড়ে থাকা করোটিকা,
পঁচে মিশে যাওয়া শরীরটাও
তোমার স্পর্শ পেতে চায়, খুব কাছে থেকে..!
|
যেই বুকটাতে মাথা রেখে
তুমি সন্ধ্যে পার করে দিতে...
সেই বুকটার আর অস্তিত্ব নেই।
কিন্তু দেখ ভালোবাসাগুলো আছে আজও আগের মতন।
|

আচ্ছা , মনে আছে তোমার?
আমার পিঠের কাঁমড়গুলোর কথা..!
সেদিনের কামড়ের ব্যাথা আমি আজও পাই
আজ শুধু পিঠটা নেই, হাড়গুলা পড়ে আছে...!

|
তুমি প্রায়শই হিংসা করতে আমার ঠোটের জন্য...
তোমার ঠোটগুলো লাল করবার ছলে, আমি লিপিস্টিক নষ্ট করছি অজস্রবার...!
নেকামির, ছলে আর একবার তোমাকে চুম্মন করতে চাই
|
জানি আমার দেওয়া
আয়নাটাত মুখ দেখ ঠিকই..
আজকে দূর থেকে বড্ড জানতে ইচ্ছে করে,
চোখ বুঝলে কি আজওআমাকে দেখতে পাও?
|
আচ্ছা, একটু দেরী করলেই
তোমার চোখের ডোগায় পানি চলে আসত
সে কি অভিমান...!
এতদিন, না দেখেও কিভাবে আছ...?
এখন কি কান্না আসে না ??

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৬

রাজীব নুর বলেছেন: একসাথে দুইটা পোষ্ট করবেন না।

২| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫২

আকিব হাসান জাভেদ বলেছেন: কামুক কাব্য । যদি ও কাব্যর সুরে আবেগের ছোয়া আছে । যে যায় সে সুখ নিয়ে যায় । তাই সে সব ভুলে যায় ।

৩| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: ্কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.